আসসালামু আলাইকুম হুজুর।
আমি ফটোশপ ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইন করতে চাই। তাদের ৭ দিন ফ্রি ট্রায়ালের ব্যাবস্থা আছে যেখানে ৭ দিনের ফ্রি ব্যবহারের সুযোগ দেয়। তারা নিজেরাই বলে যে ৭ দিনের আগেই যদি cancel করে ফেলি, তাহলে আর টাকা দিতে হবে না। নয়তো ওই পুরো মাস বা বছরের টাকা দিতে হবে।
প্রশ্ন -
১.এখন আমি যদি প্রতিবার ৭ দিন হওয়ার আগেই cancel করে চালাতে থাকি, এতে কি আমার ইনকাম হারাম হবে?
২.তারা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা নেয়। এখন ক্রেডিট কার্ডে যদি হারাম টাকা থেকে থাকে, তাহলে কি উপরোক্ত পদ্ধতি ব্যবহার করা যাবে? কারণ আমি তো ৭ দিন হওয়ার আগেই cancel করে ফেলবো, তারা টাকা নেয়ার সুযোগই পাবে না।