ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আনাস ইবনে মালাক রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
عن أنس بن مالك -رضي الله عنه- فقال: (فُرضت على النبي صلّى الله عليه وسلم الصلوات ليلة أسري به خمسين، ثم نقصت حتى جعلت خمساً، ثم نودي: يا محمد، إنه لا يبدل القول لدي، وإن لك بهذه الخمسة خمسين).
رواه شعيب الأرناؤوط، في تخريج المسند، عن أنس بن مالك، الصفحة أو الرقم: 12641، إسناده صحيح على شرط الشيخين. وهبة الزحيلي، الفقه الإسلامي وأدلته (الطبعة الرابعة)، دمشق - سوريا: دار الفكر، صفحة 654، جزء 1. بتصرّف.
মে'রাজের রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' এর উপর পঞ্চাশ ওয়াক্ত নামাযকে ফরয করা হয়েছে , এর পর কমিয়ে কমিয়ে সর্বশেষ পাঁচ ওয়াক্ত নামাযে সীমাবদ্ধ করা হয়েছে। অতঃপর এরশাদ হয়, হে মুহাম্মদ! আমার কথার কোনো পরিবর্তন হয়না, আপনার উম্মতকে এই পাঁচ নামাযের মুকাবেলায় পঞ্চাশ ওয়াক্ত নামাযের সওয়াব দেওয়া হবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
পাঁচ ওয়াক্ত নামায মূলত আল্লাহর তরফ থেকে এসেছে।