আসসালামুআলাইকুম,
আমাদের গ্রামের (ঝিনাইদহ) পরিচিত একজন ব্যক্তি আনুমানিক পনেরো বছর আগে ইসলাম ধর্ম ত্যাগ করে, খ্রিস্টান ধর্মের হয়েছিলেন এবং খ্রিস্ট ধর্মের একজন কে বিয়ে করেন। তিনি পরিবার থেকে আত্মগোপনে ছিলেন দীর্ঘদিন, সম্পত্তির জন্য ফিরে আসেন কিন্ত উনার পরিবারের লোক ধর্মান্তরিত হওয়ার কারণে সম্পত্তি দিতে অস্বীকৃতি জানালে আবার নেত্রকোনা জেলায় ফিরে যান। গতকাল উনি মারা যান এবং উনার মৃতদেহ আনতে উনার পরিবারের লোকজন গেলে উনি যেখানে থাকতেন ঐ জায়গার লোকজন বলে উনি নাকি মুসলিম হয়েছিলেন পরে কিন্ত উনার স্ত্রী খ্রিস্টান ধর্মের অনুসারী ই আছেন ।
আজকে উনার জানাজার নামাজ পড়া হয় এবং কবরোস্থ করা হয়। কেউ সঠিক ভাবে জানেন না আসলে উনি পুনরায় হেদায়েত পেয়েছিলেন কিনা।
শাইখ,
আমার পরিবারের সদস্যরা জানাজাতে অংশগ্রহণ করেছেন, আমি জানতে চাচ্ছিলাম আসলে এমন পরিস্থিতি তে করণীয় কি? জানাজার নামাজ পড়া টা ঠিক হয়েছিল? এই বিষয়ে জানিয়ে একটু সাহায্য করবেন ইনশাআল্লাহ