১. আমরা হোস্টেলের ডায়নিং এ যে খাবার খাই, তার দৈনিক ফিস দু রকম, যারা হলের লিস্টে নাম আছে ৬০/-। আর যাদের নাম নাই তবুও থাকেন হলে তদের জন্য ৬৫/-। আবার দুপুর-রাত দুই বেলা খেলে সকালের খাবারের দাম হয় ৯-১০ টাকা আর শুধু সকালে খেলে ১৪-১৫ টাকা। এই টাকাই একসাথে করে সবাই খাওয়া দাওয়া করে। দিনের নির্ধারিত টাকা থেকে কখনো কম টাকা খরচ হয় যেমন একদিন ধরুন মাছ খাওয়ালো খরচা পরলো মাথা পিছু ৫৫ টাকা, আরেকদিন মাংস বিরানী দিলো ওই দিন খরচ পরলো মাথা পিছু ৭০-৭৫ টাকা, কিন্তু দৈনিক হিসাব সমান ই থাকছে ৬০/৬৫।
এই পদ্ধতিতে খাওয়া দাওয়া করা কি জায়েজ? আমরা যারা ৬০/- দিয়ে খাচ্ছি তাদের কোনো সমস্যা নেই তো? কারণ দৈনিক এতো একুরেট বাজার করা ওতো সম্ভব না, আবার খাওয়ার সময় মিল ও অন হয়, এতো মানুষ এতো সুক্ষ হিসাব নিকাশ করা তো অসম্ভব।
২. হলে ম্যানাজারি না করলে জরিমানার বিধান আছে, কিন্তু আমি জানতে পারলাম জরিমানা নেওয়া নাজায়েজ। আমাদের দুই বন্ধু ম্যানাজারি করে নাই। এখন তাদের যদি বলি যে তোদের জরিমান দেওয়া লাগবে না, তরা আমরা বন্ধু বান্দবদের নিয়ে ভালো খাওয়ার আয়োজন করে ফেল, ওরা যদি সম্মত হয়ে খাওয়ায় আমাদের তা কি আমাদের খাওয়া জায়েজ হবে?
৩. আমার বউ আমি একসাথে বসবাস শুরু করি নি, আজকে একসাথে আসার সময় বাড়ির কাছাকাছি যখন চলে আছি তখন সে বলে" স্টেন্ডে গেলেই আমরা আলাদা হয়ে যাবো" তারপর তাকে বলি এসব কি কথা! সে বলে আলাদাই তো হবো তুমি তোমার রাস্তায় চলে যাবে, আবার কখন একসাথে হই ঠিক আছে কোনো? তার এ কথায় কি তালা হবে?(ওর অনুমতি আছে)
৪. কোনো স্বামী যদি তার বউকে বলে অমুক জায়গায় যাওয়ার পরে/ অমুক জায়গায় গেলে / এই কাজের পরে, আমরা পৃথক হয়ে যাবো। এটা কি শর্ত হয়ে যাবে না কি, তালাকের ওয়াদা হবে? এটা কি ওর নিয়তের উপর নির্রভ করবে? যে তালাকের ওয়াদা করলো না কি শর্ত দিলো।
৫. কেনো কথা কিভাবে বললে তালাকের ওয়াদা আর কিভাবে বললে তা শর্ত হবে এটা বুঝার উপায় আছে?
৬. কারো স্ত্রী যদি কাওকে ম্যাসেজ দেয় যে," অমুক জিনিস তালাক দিয়ে দিছি" (মানে ছেড়ে দিছে বুঝায়) এতে কি তালাক হবে?
৭. কেও যদি তার বউকে মজা করে বেগানা নারী বলে, বা বিয়ের আগের একত্রে তোলা ছবি দেখিয়ে বলে দেখো বেগানা মেয়ের সাথে ছবি তুলেছি, এতে কি বিবাহে সমস্যা হবে?
৮.অমুসলিমদের ধর্মগ্রন্থের সাথে আমাদের কীরকম আচরণ করা উচিত,এগুলোর অপমান হয় এমন কাজ করা কি বৈধ?
৯.কেও যদি অন্যের ভালো কিছু হওয়া দেখে মজা করে বলে, মন চাইতাছে ওর কপালে গিয়ে আমার কপালটা ঘষা দিয়ে আসি। বা "ওর কপালে আমর কপাল টা ঘষা দেওয়া দরকার " এতে কি কুফর হবে?
জাজাকাল্লাহ মুফতি সাহেব ।