আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তাদ,
আমাদের পুরোনো ৩ টা বিড়াল আছে,তার মধ্যে একটা বেশি স্পেশাল। আমার সাথে ওর সম্পর্ক সবচেয়ে বেশি ভালো ছিল,আর কেউ ওকে ধরতে না পারলেও আমি পারতাম।ছোট থেকে ও আমাদের কাছেই বড় হয়েছে,একটু বোকা বোকা ধরনের,আর অন্যদের থেকে দূর্বল ছিলো,তাই আদর ভালোবাস বেশি পেয়েছে
কিছুদিন আগে একটা নতুন বিড়াল আনায় ও বাসা থেকে একটু দূরে দূরে থাকতো,কয়েকদিন পর স্বাভাবিক হয়েছে। কিন্তু ওর প্রতি মনোযোগ কম দেয়া হয়েছে সবার,আগে ও সাবার মধ্যমণি ছিলো,ছোট বিড়াল আনার পর ছোটটাকেই বেশি attention দেয়া হচ্ছিল,যেহেতু আগেরগুলো এখন অনেকটা বড়।
এমনি ও ঘরের ভিতর ঘুমাতো না,কিন্তু নতুন বিড়ালটা ছোট তাই নতুনটাকে আমি ঘরে নিয়ে ঘুমাতাম। এখন তো হালকা ঠান্ডা পরেছে, আগের বিড়ালটা ৫ দিন আগে রাতে আমার ঘরে ঘুমিয়েছে,ফজরের পর আমি ওকে ঘর থেকে বের করে দিয়েছি। এরপর ৪ দিন ওকে খুঁজে পাইনি, শেষে গতকাল জানতে পারি বাসার পাশেই চিপায় ও মরে পচে আছে।
আমার খুব খারাপ লাগছে আর অপরাধবোধ হচ্ছে,যে ওকে ঠিকভাবে টেক কেয়ার করতে পারিনি,এজন্যই ও মরে গেল। আমি জুলুম করেছি ওর উপর। আমি গুগল করে জানলাম যে বিড়ালরা কাছের মানুষের কাছে কষ্ট পেয়ে আত্নহত্যাও করতে পারে। আমি গতকাল থেকে একটু পর পর কেদেই যাচ্ছি।
আল্লাহ কি আমায় মাফ করবেন? আমি তো ওর প্রতি জুলুম করে ফেলেছি।একজন নারী তো শুধু বিড়াল কে কষ্ট দেয়ার জন্যই জাহান্নামে যাবে, আমিতো ওর হক নষ্ট করেছি,এর কাফফারা কি হবে উস্তাদ?আমি কিভাবে আল্লাহর ক্ষমা পাবো?আমার কিছুই ভালো লাগছেনা,ওকে আমি ভীষণ ভালোবাসতাম আর ও কষ্ট পেয়ে মরেই গেল!