বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
গুনাহের যেই বস্তু স্বয়ং যাহা দ্বারা সরাসরি গুনাহ করা হয়,সেক্ষেত্রে উক্ত বস্তু বিক্রয় মাকরুহে তাহরিমি।
জায়েজ নেই।
এতে গুনাহের সহযোগিতা করা হয়।
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢]
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}
হাদীস শরীফে এসেছেঃ-
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
ما قامت المعصية بعينه يكره بيعه تحريما وإلا فتنزيها (رد المحتار-9/561)
সারমর্মঃ-
গুনাহের যেই বস্তু স্বয়ং যাহা দ্বারা সরাসরি গুনাহ করা হয়,সেক্ষেত্রে উক্ত বস্তু বিক্রয় মাকরুহে তাহরিমি। অন্যথায় মাকরুহে তানযিহি।
وعندهما يكره له ذلك لوجود الإعانة على المعصية، وقد صح أن النبى صلى الله عليه وسلم لعن فى الخمر عشرا وعد منها حاملها والمحمول إليه (مجمع الأنهر، كتال الكراهية، فصل الكسب-4/188، قديم-2/530)
সারমর্মঃ-
ছাহেবাইন রহঃ দের নিকটে মাকরুহ,কেননা এখানে গুনাহের উপর সহযোগিতা পাওয়া যায়।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে উক্ত গেম আইডি বিক্রয় যেহেতু জায়েজ নেই,সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে গেম আইডি বিক্রেতার জন্য তাহা অন্যের কাছে বিক্রয় জায়েজ হবেনা।
তাই প্রশ্নে উল্লেখিত ছুরতে কেউ যদি আইডির দাম ধার্য করে আইডিটি নিয়ে নেয় এবং টাকা না দিয়ে প্রতারণা করে ব্লক মেরে দেয় এ ক্ষেত্রে সে মুসলিমের সাথে প্রতারণা করার কারনে গুনাহগার হবে ঠিকই।
তবে তাহা বিক্রয় যেহেতু জায়েজ ছিলোনা,তাই এক্ষেত্রে টাকার জন্য দাবী রাখা যাবেনা।