ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত,
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِلَحْمٍ فَقِيلَ تُصُدِّقَ عَلَى بَرِيرَةَ قَالَ " هُوَ لَهَا صَدَقَةٌ، وَلَنَا هَدِيَّةٌ ".
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে কিছু গোশত আনা হল এবং বলা হল যে, এটা আসলে বারীরার কাছে সাদকারূপে এসেছিল। তখন তিনি বললেন, এটা তার জন্য সাদকা আর আমাদের জন্য হাদিয়া।(সহীহ বোখারী-২৪০৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মালিকানা বদলে গেলে মালের হাকিকত বদলে যায়, আপনার বাবার নিকট ঐ মাল হারাম ছিলো,আপনি যখন ঐ টাকার বিনিময়ে বাবার নিকট ফোন বিক্রি করবেন, তখন আপনার কাছে এসে ঐ টাকা আর হারাম থাকবে না। মুবাইল আপনার বাবার মালিকানায় যাওয়ার পর সেই মুবাইল আপনার বাবার হারাম সম্পদ হিসেবে বিবেচিত হবে।কেননা তিনি হারাম টাকায় ক্রয় করেছেন।
হারাম টাকার জবাব আপনার বাবার দিতে হবে।ফোন বিক্রি করে আপনি যে টাকা আনবেন, সেই টাকা আপনার জন্য হারাম হবে না।