আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহ,
১)আমার আব্বুর হারাম ইনকাম, উনি সরকারি চাকরি করেন, অনেক সময় সুদের জন্য সাইন করতে হয়, তবে উনি নিজে সুদ খাননা, আমার বাবা/মা অনেক সময় আমাকে প্রয়োজনের বেশী খেতে বলেন, উনার খারাপ পাবেন বলে আমি খেয়ে নিই, বা অনেক সময় নফসের ধোকায় অতিরিক্ত খেয়েনিই, এক্ষেত্রে কি আমার দোয়া কবুল হবে?
২)আমার বাবা একটি ছোট প্লাস্টিকের ব্যাংকে কয়েন জমিয়েছেন, আমি ওইটা হাতে নিয়ে ভুল করে মা শা আল্লাহ বলে ফেলি, এখন কি আমার ইমান চলে গেছে ?