ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
সিড়িতে প্রস্রাব করলে যথাসম্ভব আপনি সিড়িকে ধৌত করে নিবেন। যদি ধৌত করা সম্ভবপর না হয়, তাহলে যারা যারা উক্ত সিড়ি দিয়ে হাটেন,তাদের সবাইকে বলে দিবেন যে, যাতেকরে তারা সতর্ক অবস্থায় হাটাচলা করেন।
আপনার জন্য উত্তম ও সতর্কতামূলক পদক্ষেপ হল, আপনি উক্ত বিড়ালকে বাহিরে কোথাও খানা দিবেন, তাতেকরে বাড়ির এমন জায়গায় হাটাচলা ও প্রস্রাব করবে না যেখানে সচরাচর লোকজন চলাফেরা করে থাকে।
(২)
কুরআন সার্বজনীন, কুরআনের কোনো আয়াতকে সংরক্ষিত করা যাবে না।হ্যা, কুরআনের অর্থ বা তাফসীর সংরক্ষিত থাকে। কুরআনে কারীমের ঐ তরজমা ও তাফসির যদি সংরক্ষিত না থাকে, তাহলে আপনি প্রিন্ট করে প্রচার করতে পারবেন। আর সংরক্ষিত না থাকলে অবশ্যই আপনি প্রিন্ট করে প্রচার ও প্রসার করতে পারবেন।