আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ্
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ক্লাসে, ভাইভাতে পরিপূর্ণ পর্দা করার জন্য ইচ্ছেমতো অপমান করে,কটুক্তি করে এ অবস্থায় কি করা উচিত? শিক্ষক কটুক্তি যেমন (তোমাকে তো ভুতেও ভয় পাবে,ইউনিভার্সিটিতে কেন এসেছো) এছাড়াও অনেকভাবে সকলের সামনে অপমান করতে থাকে,তার প্রতিটি কথার স্পষ্ট উত্তর আমার কাছে থাকে,কিন্তু শিক্ষকের হাতে আমাদের পরীক্ষার পুরো মার্কস,যদিও এখন কম মার্কস দেয় তবে মুখে মুখে জবাব দিলে তখন পাসও করাবে না।
শায়খ,আমার পরিবার পরিবেশ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ছেড়ে যাওয়া সম্ভব নয়,তবে এখানে নিয়মিত দ্বীনকে অপমানিত করা হচ্ছে, এটা শুধু আমার কথা নয় আমার হাজারও দ্বীনি ভাই বোনদের প্রশ্ন। কি করবো আমরা,চুপ থেকে ধৈর্য ধারণ করবো নাকি অন্য কিছু পরামর্শ আছে আমাদের জন্য? ইসলামি শরীয়ত কি বলে?
তবে তাদের এমন ব্যবহারে আমার কি করা উচিত?
জাযাকাল্লাহু খইরন।