আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
386 views
in সালাত(Prayer) by (38 points)
আসসালামু আলাইকুম, শাইখ। কেউ যদি কোনো ওজর ছাড়া ৫ ওয়াক্তের বেশি সালাত কাযা করে তাহলে কি এই সালাত আদায় করে তাকে পরবর্তী ওয়াক্তের সালাত আদায় করতে হবে? নাকি পরবর্তী সালাত আদায় করে তারপর এই সালাতের কাযা আদায় করতে পারবে?

1 Answer

0 votes
by (579,240 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

আল্লাহ তায়ালা বলেছেন
ان الصلاة كانت على المؤمنين  كتابا موقوتا
নিশ্চয়ই মুমিনদের উপরে নির্দিষ্ট ওয়াক্তে ফরজ করা হয়েছে।
সুতরাং প্রত্যেকে নিজ ওয়াক্তেই নামাজ আদায় করিবে,তাহা কাজা হতে দিবেনা। 
  
শরীয়তের বিধান মতে প্রশ্নে উল্লেখিত ছুরতে   আপনি যদি সাহেবে তারতিব না হোন,তাহলে এই কাযা নামাজ ফরজের আগে আদায় করুন বা পরে,কোনো সমস্যা নেই।
আপনার ইখতিয়ার রয়েছে।
,
আর যদি আপনি সাহেবে তারতিব হোন,তাহলে উক্ত ৫ ওয়াক্ত নামাজ তরতিবের সহিত আগে আদায় করবেন,তারপর ওয়াক্তের নামাজ আদায় করবেন
,
সাহেবে তরতিবঃ       
বালিগ হওয়ার পর যার জীবনে ছয় ওয়াক্তের বেশী নামায কা'যা হয়নি,সেই ব্যক্তিই সাহেবে তারতীব।
সাহেবে তারতীব ব্যক্তির জন্য তারতীব রক্ষা করা ওয়াজিব।অর্থাৎ প্রথমে কাযা নামায গুলো ধারাবাহিক আদায় করতে হবে।তারপর ওয়াক্তের নামায আদায় করতে হবে।
,
সাহেবে তরতিব ব্যাক্তি আগে তার কাযা নামাজ আদায় করবে,পরে তার ওয়াক্তের নামাজ আদায় করবে।
যদি সময় থাকা সত্ত্বেও সে কাজা নামাজ আদায় না করে ওয়াক্তের নামাজ আদায় করে,তাহলে তা বাতিল বলে গন্য হবে।
তবে এটা মওকুফ থাকবে,যদি পরবর্তী ৫ নামাজের ওয়াক্ত চলে যাওয়ার পরও ঐ কাজা যদি আদায় না করা হয়,তাহলে এর মধ্যে পড়া সমস্ত নামাজ আদায় বলে গন্য হবে।
,
যদি সে ৫ ওয়াক্ত নামাজ আদায়ের পূর্বেই উক্ত নামাজের কাযা আদায় করে,তাহলে অবশিষ্ট নামাজ নফল বলে গন্য হবে।
সেগুলো তরতিবের সাথে কাজা আদায় করতে হবে।
(কিতাবুন নাওয়াজেল ৪/১০৯)

আরো জানুনঃ


وتذکر فائتۃ لذی ترتیب۔ (نورالایضاح مع المراقي ۱۷۹، حاشیۃ الطحطاوي علی المراقي ۳۲۸، درمختار مع الشامي ۲؍۳۶۳ زکریا، البحر الرائق ۱؍۳۷۵ کوئٹہ)

قال في المراقي: والفساد موقوف فإن صلی خمساً متذکراً لفائتۃ وقضاہا قبل خروج وقت الخامسۃ بطل وصف ما صلاہ قبلہا وصار نفلاً وإن لم یقضہا، حتی خرج وقت الخامسۃ صحت وارتفع فسادہا، وفي الطحطاوي: لصیرورۃ الفائت ستاً بضمیمۃ المتروکۃ أولا۔ (طحطاوي علی المراقي ۱۸۰، شامي ۲؍۵۲۴، مجمع الانہر ۱؍۱۱۵، حاشیۃ الطحطاوي علی المراقي ۳۲۸)
যার সারমর্ম হলো এই ফাসাদটি মওকুফ থাকবে,যদি ৫ ওয়াক্ত নামাজের পরে উক্ত নামাজের কাজা আদায় করে,তাহলে সমস্ত নামাজ হয়ে যাবে।  

"اللباب في شرح الكتاب" (1/ 87):
"(وإن فاتته صلوات رتبها) لزوماً (في القضاء كماوجبت) عليه (في الأصل) : أي قبل الفوات، وهذا حيث كانت الفوائت قليلة دون ست صلوات، وأما إذا صارت ستاً فأكثر فلا يلزمه الترتيب؛ لما فيه من الحرج؛ ولذا قال: (إلا أن تزيد الفوائت على ست صلوات) وكذا لو كانت ستاً، والمعتبر خروج وقت السادسة في الصحيح، إمداد (فيسقط الترتيب فيها) : أي بينها، كما سقط فيما بينها وبين الوقتية، ولا يعود الترتيب بعودها إلى القلة على المختار كما في التصحيح".
যার সারমর্ম হলো তারা জন্য এই কাজা  নামাজ আদায়ের ক্ষেত্রেও তরতীব বজায় রাখতে হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 390 views
...