বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/41862/#q41862 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
ঘুম থেকে
উঠে কাপড়ে আর্দ্রতা দেখলে এর সর্বমোট ১৪ টি সূরত হতে পারে।
স্বপ্নদোষ
স্বরণ থাকাবস্থায় এর সম্ভাব্য সাতটি সূরত হতে পারে।এবং স্বরণ না থাকাবস্থায় এর সম্ভাব্য
সাতটি সূরত হতে পারে।
স্বপ্নদোষ
স্বরণ থাকাবস্থায় সম্ভাব্য সাতটি সূরত নিম্নরূপ (বিধান সহ) যথাঃ-
(১) বীর্য সম্পর্কে নিশ্চিত। (গোসল ফরয হবে)
(২) মযি সম্পর্কে নিশ্চিত। (ফরয হবে)
(৩) ওদী সম্পর্কে নিশ্চিত। (ফরয হবে না)
(৪) বীর্য না মযি? এ নিয়ে সন্দিহান। (ফরয হবে
না)
(৫) বীর্য না ওদী? এ নিয়ে সন্দিহান। (ফরয হবে না)
(৬) মযি না ওদী? এ নিয়ে সন্দিহান। (ফরয হবে
না)
(৭) বীর্য না মযি না ওদী? এ নিয়ে সন্দিহান। (ফরয হবে
না)
স্বপ্নদোষ
স্বরণ না থাকাবস্থায় সম্ভাব্য সাতটি সূরত নিম্নরূপ (বিধান সহ)যথাঃ-
(১) বীর্য সম্পর্কে নিশ্চিত (ফরয হবে)
(২) মযি সম্পর্কে নিশ্চিত। (ফরয হবে না)
(৩) ওদী সম্পর্কে নিশ্চিত (ফরয হবে না)
(৪) বীর্য না মযি? এ নিয়ে সন্দিহান। (তারাফাইন
এর মাযহাব মতে ফরয হবে)
(৫) বীর্য না ওদী? এ নিয়ে সন্দিহান। (তারাফাইন
এর মাযহাব মতে ফরয হবে)
(৬) মযি না ওদী? এ নিয়ে সন্দিহান।(ফরয হবে
না)
(৭) বীর্য না মযি না ওদী? এ নিয়ে সন্দিহান। (তারাফাইন
এর মাযহাব মতে ফরয হবে) (মিনহ্তুল খালিক-১/৫৮)
বিঃ দ্র; ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ রাহ কে তারাফাইন বলা হয়ে
থাকে।এবং ইমাম আবু-হানিফা ও আবু ইউসুফকে শায়খাইন বলা হয়ে থাকে।
কি কি কারণে গোসল
ফরজ হয় ও গোসলের ফরজ সম্পর্কে বিস্তারিত জানুন- https://ifatwa.info/3604/
গোসলের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন- https://ifatwa.info/21252/?show=21252#q21252
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই!
১. প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি তা বীর্য বলে দৃঢ় বিশ্বাস হয় তাহলে ফরজ গোসল করবেন,
অন্যথায় নয়। তবে তবুও গোসলের সময় ফরজ গোসলের মত গোসল করে নেওয়াই উত্তম।
২. না, বিছানায় কোনো আলামত না পাওয়া গেলে বিছানা ধৌত করা লাগবে না।
আরো বিস্তারিত জানুন- https://ifatwa.info/54888/