আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
আমি বিএসসি নার্সিং এ পড়ি, প্রাইভেট এ পড়ি,, অনেক টাকা গেছে তাই আব্বু এখন এই মুহূর্তে এসে ছেড়ে দিতে দিচ্ছেন না। আব্বু বলে মোট ৩ লাখ টাকা গেছে,,কিন্তু আমি ছাড়তে চাচ্ছি,, ফাস্ট পরীক্ষায় মাথায় হিজাব ছাড়া এক্সাম দিছি,, আর ২য় এক্সামে কান বের করে রেখে মাথায় হিজাব রেখে এক্সাম দিচ্ছি,,তারপরও হাতে কাটা হাত মুজা থাকায় প্রবলেম করছে, খুলে ফেলছি পরে,,আবার বলতেছেন ফাইনাল পরীক্ষা সামনে, ফাইনাল পরীক্ষায় হিজাব কিছুতেই রাখতে দিবে না নাকি,,, ফাইনাল এক্সাম ডিসেম্বর এই,আরও টাকা যাবে ৪০ হাজারের মতো,, এর বেশি ও যেতে পারে,, তো আমি চাচ্ছি ছেড়ে দিতে কারণ পরিপূর্ণ পর্দা হবে না,,, কিন্তু আব্বু অনেক কষ্ট পাবে,, এখন কি আমার ছেড়ে দেওয়াটা ঠিক হবে? নাকি এভাবেই চালিয়ে যাবো,,?প্রতিনিয়ত শিক্ষকগণ ডেকে নিয়ে বারবার অপমান করেই যাচ্ছে,প্রতি পরিক্ষায় হেনস্থা করে যাচ্ছে।
[বি.দ্র. নার্সিং কন্টিনিউ করলে,অন্য বেপর্দা মেয়েদের মতো চলতে বাধ্য করবে এখানকার শিক্ষকেরা,খুবই পেরেশানিতে আছি,একটা সিদ্ধান্ত জানাবেন দয়া করে ]