ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনি যেই হাদীস উল্লেখ করেছেন, সেটা ইমাম মালিক রাহ এর মাযহাব।
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত।
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا شَرِبَ الْكَلْبُ فِي إِنَاء أحدكُم فليغسله سبع مَرَّات»
وَفِى رِوَايَةٍ لِمُسْلِمٍ: «طَهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ أَنْ يَغْسِلَهُ سَبْعَ مَرَّاتٍ أولَاهُنَّ بِالتُّرَابِ»
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কারো পাত্রে যখন কুকুর পানি পান করে, তখন সে যেন তা সাতবার ধুয়ে নেয়। (সহীহ : বুখারী ১৭২, মুসলিম ২৭৯, নাসায়ী ৬৩, আহমাদ ৯৯২৯, সহীহ আল জামি‘ ৬২৭, ইবনু মাজাহ ৩৬৪)
মুসলিম-এর অপর বর্ণনায় আছে, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ তোমাদের কারো পাত্রে কুকুর মুখ দিলে সে যেন তা সাতবার ধুয়ে নেয় এবং এর প্রথমবার মাটি দিয়ে।)(সহীহ : মুসলিম ২৭৯,মিশকাতুল মাসাবিহ-৪৯০)
মোল্লা আলী কারি রাহ উক্ত হাদীসের ব্যখ্যায় বলেন,
وَعِنْدَ أَبِي حَنِيفَةَ: يُغْسَلُ مِنْ وُلُوغِهِ ثَلَاثًا بِلَا تَعْفِيرٍ كَسَائِرِ النَّجَاسَاتِ.
ইমামু আবু হানিফা রাহ এর মতে কুকুর কোনো পাত্রে মুখ দিলে, সেই পাত্রকে তিনবার ধৌত করতে হবে।প্রথমে বা শেষে মাঠি দ্বারা ধৌত করা শর্ত নয়।
পবিত্র হয়ে যাবে।
عن ابى هريرة رضى الله عنه قال: إذا ولغ الكلب فى الإناء فهرقه، ثم اغسله ثلاث مرات (سنن دار قطنى-1/66، رقم-193، معارف السنن-1/325)
قال النيموى: اسناده صحيح (اثار السنن-11)
ويغسل الإناء بعد ولوغه ثلاثا (هداية-1/45)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কুকুরের জিহবা দ্বারা স্পর্শকৃত জিনিষকে মাঠি দ্বারা মুছার কথা এজন্য বলা হয়েছে যে, কুকুরের লালার মধ্যে জিবানো থাকে, মাঠি দ্বারা সেই জিবানোকে নির্মূল করাই উদ্দেশ্য। সুতরাং মাঠির পরবর্তীতে ডিটার্জেন্ট পাউডার ইত্যাদি দ্বারা ধৌত করতে কোনো বাধা নেই।