আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
180 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (54 points)
আসসালামু আলাইকুম।
আমি রান্নাঘরের গেট খুলতেই কুকুর রান্না ঘরের সিড়ি থেকে নেমে চলে যায়। আমার সন্দেহ হয় যে কুকুর রান্নাঘরে ঢুকে কোন কিছুতে মুখ দিয়েছিল নাকি। যেহেতু রান্নাঘরের গেট খোলা ছিল। এখন আমার প্রশ্ন হল-
১.এই সন্দেহের কারনে কি আমার পাত্র সাতবার ধুতে হবে?
২.যেহেতু হাদিসে সাতবার ধোয়ার কথা বলা হয়েছে এবং প্রথমবার মাটি দিয়ে ধোঁয়ার কথা বলা হয়েছে। এখেত্রে যদি প্রথমবার মাটি দিয়ে না ধুয়ে ছাই দিয়ে  বা ডিটারজেন্ট  দিয়ে ধুই তাহলে কি তা পবিত্র হবে?

1 Answer

0 votes
by (717,920 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনি যেই হাদীস উল্লেখ করেছেন, সেটা ইমাম মালিক রাহ এর মাযহাব।
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত।
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا شَرِبَ الْكَلْبُ فِي إِنَاء أحدكُم فليغسله سبع مَرَّات»
وَفِى رِوَايَةٍ لِمُسْلِمٍ: «طَهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ أَنْ يَغْسِلَهُ سَبْعَ مَرَّاتٍ أولَاهُنَّ بِالتُّرَابِ»
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কারো পাত্রে যখন কুকুর পানি পান করে, তখন সে যেন তা সাতবার ধুয়ে নেয়। (সহীহ : বুখারী ১৭২, মুসলিম ২৭৯, নাসায়ী ৬৩, আহমাদ ৯৯২৯, সহীহ আল জামি‘ ৬২৭, ইবনু মাজাহ ৩৬৪)
মুসলিম-এর অপর বর্ণনায় আছে, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ তোমাদের কারো পাত্রে কুকুর মুখ দিলে সে যেন তা সাতবার ধুয়ে নেয় এবং এর প্রথমবার মাটি দিয়ে।)(সহীহ : মুসলিম ২৭৯,মিশকাতুল মাসাবিহ-৪৯০)

মোল্লা আলী কারি রাহ উক্ত হাদীসের ব্যখ্যায় বলেন,
وَعِنْدَ أَبِي حَنِيفَةَ: يُغْسَلُ مِنْ وُلُوغِهِ ثَلَاثًا بِلَا تَعْفِيرٍ كَسَائِرِ النَّجَاسَاتِ. 
ইমামু আবু হানিফা রাহ এর মতে কুকুর কোনো পাত্রে মুখ দিলে, সেই পাত্রকে তিনবার ধৌত করতে হবে।প্রথমে বা শেষে মাঠি দ্বারা ধৌত করা শর্ত নয়।
পবিত্র হয়ে যাবে।
عن ابى هريرة رضى الله عنه قال: إذا ولغ الكلب فى الإناء فهرقه، ثم اغسله ثلاث مرات (سنن دار قطنى-1/66، رقم-193، معارف السنن-1/325)
قال النيموى: اسناده صحيح (اثار السنن-11)
ويغسل الإناء بعد ولوغه ثلاثا (هداية-1/45)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কুকুরের জিহবা দ্বারা স্পর্শকৃত জিনিষকে মাঠি দ্বারা মুছার কথা এজন্য বলা হয়েছে যে, কুকুরের লালার মধ্যে জিবানো থাকে, মাঠি দ্বারা সেই জিবানোকে নির্মূল করাই উদ্দেশ্য। সুতরাং মাঠির পরবর্তীতে ডিটার্জেন্ট পাউডার ইত্যাদি দ্বারা ধৌত করতে কোনো বাধা নেই।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (717,920 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 141 views
...