কিছু বিষয় নিয়ে হতাশ আপনি সংক্ষেপে জবাব দিয়ে ও যদি সাহায্য করেন বড়ই উপকার হবে। জাজাকাল্লাহ মুফতি সাহেব
১. আমার একটি ঘটনা মনে পরছে একদিন আমি হাটতে হাটতে রাস্তা দিয়ে যাওয়ার সময় কল্পনা করছিলাম আমার বউ কে আমার পরে যদি অন্য কেও বিয়ে করে কেমন হবে, ভাবতে ভাবতে কি জানি একটা কতা বলেছিলাম, হালকা উচ্চারণ হয়েছিলো মনে হচ্ছে, কথাটা হয়তো এমন ছিলো যে, "তা*ক খেয়ে এসেছো/তা*ক খাইছো/ " এই রকম কথা এজটা পরিষ্কার মনে নাই, তখন ও তালাকের মাসআলা জানতম, তখন কাওকে এটা জিগ্যেস করিনি আমার মনে হয়েছিলো এটা সমস্যা না। তখন মনে মনে এটাও ভেবেছিলাম তা*ক হলে রজু করে নিলাম,এটাও মনে মনে না মুখে বলেছিলাম মনে নাই। উল্লেখ্য আরো ২/১ দিন এরম করেছিলাম বলে মনে পরছে (যে তা*ক হলে মনে মনে রজু করলাম)।যে আজ হঠাৎ এই ঘটনাগুলো মনে পরায় টেনশন হচ্ছ সব পরিষ্কার মনে ও নাই কি হয়েছিলো য আবছা মনে আছে বললাম।আমার কি বিবাহে কোনো সমস্যা হবে?
২. কেও যদি তার বউ কে বলে যে, " আমি তোমাকে সুখ দিতে না পারলে তোমার সিদ্ধান্ত তোমার" /এইরকম কথা( শর্ত তালাকের নিয়ত ছিলো না,বউকে এখতিয়ার দিয়েছে বিবেচনায়). তবে সুখ দিতে না পারলে কি অটোমেটিক তালাক হয়ে যাবে?না এই টা বউ এর ইচ্ছে মাফিক হবে?
৩.আমার বিভিন্ন কথোপকথন মনে পরে যা ম্যাসেজে হয়েছিলো, যা কেনায়া কি না, বা ঝগড়ার সময় ছাড়া-ছাড়ি এমন কিনা বা বিভিন্ন কথা যা দ্বারা তা*ক হতে পারে। কিন্তু আমার পরিষ্কার মনে পরে না শুধু সন্দেহ হয়, এগুলো নিয়ে। তাই আপনার পরামর্শে সব ম্যাসেজ ডিলেট দিয়ে দেই। কিন্তু বউ তা দেয় নাই। তাই চাইলেও তা দেখতে পারি না, বউ রে বললেও সে দেখবে না। কারণ জানে আমার এসবে ওসওয়াসা, এসব বিষয় মাথায় আসলে কি করবো?এসব নিয়ে বউকে এর মোবাইক জোর করে বা আমার কাছে ম্যাসেজ গুলো থাকলেও সন্দেহ হলে তা খোঁজার প্রয়োজন আছে?শব্দ দিয়া সার্চ করে পুরাতনমম্যাসেজ দেখা কি আবশ্যক না, এগুলো দেখার দরকার নাই ভেবে স্বাভাবিক ভাবে চলবো, মনে সন্দেহ হলে কিছু হয় নাই ভেবে বসে থাকবো একটা পরামর্শ চাই।
৪. হুরমত এর মাসআলা জানার পর থেকে মায়ের হাত ধরতেই ভয় লাগে, শরীর স্পর্শ করলেই একটা কিরকম শিহরণ লাগে আগে জীবনেপ এমন হয় নি, স্বাভাবিক ভাবে মায়ের সাথে চলাফেরা করেছি, বাসে পাশাপাশি বসতেও ভয় হয় হাতে হাতে কিছি দিতেও ভয় হয়, স্পর্শ লাগলেই কিরকম একটা জানি শিহরন লাগে, (মানে কামের কোনো ইচ্ছে না)তাও কিরকম ভয়ে থাকি। একটা পরামর্শ দিবেন কি আমাকে? আমি আমার মায়ের সাথে আগের মতো স্বাভাবিক ভাবে চলতে পারবো? আমার মাকে জরিয়ে ধরা ও হয় না কতো দিন,অনেক কষ্ট লাগে।
৫.আমার এক বন্ধু তার বাসা থেকে লুকিয়ে আমার জন্য খাবার আনে,মাঝেমধ্যে অল্প তরকারি বা বিরিয়ানি। তার মা বাবাকে বলে না, হয়তো ভাবে রাগ করবেন না তারা হয়তো আমাকে পছন্দ করেন না। তাও মাঝেমধ্যে সে দেয় এটা সেটা, তাকে বলি যে তোদের সবার হয়েছে তো?বলে হয়েছে, রান্না অনেক হয়েছে, খেতে আনিজি লাগে, না খেলে করবে ভেবে খাই। সে বলে আমার ঘর আমারো হক আছে। এখন আমি কি তার দেওয়া খাওয়া খাবার খেতে পারবো?জায়েজ?না খেলে সাদকা করতে হবে? তার ও ঘর তার হক আছে এই কথা কি যুক্তি সংগত?
৬. আমার বাবা আজক একজনের হাত দেখে বললেন, ঠিকাছে যাও। মাঝেমধ্যে উনি হাত টাত দেখেন, তিনি ভাবেন আন্তাজে এসব বলা যায়। উনারে না কি কোন মহদ্দিস বলছেন মানুষ ধ্যাণ ধারনা আন্তাজ থেকে কাছাকাছি কিছু হয়তো ধরতে পারে, হাত দেখে,তবে দেখানো ঠিকনা কারণ ইয়াকিন চলে আসবে ইমানে কমজুরি হবে। উনার এই কাজকাম /ধারনার জন্য করেন কি কুফর হবে?
৭.কোরআনের রেফারেন্স দিয়ে একটা লেখা দেখার পর,কেও যদি ভাবে সত্যিই কি ইরকম লেখা আছে?বা তরজমা ঠিক আচে তো? ভেবে যদি অন্য কোথাও এই টা ঠিক আছে কিনা যাচাই এর জন্য সাচ করে। এটা কি কুফরি?(সাচের আগে এটাও ভাবলো যে এইরকম রেফারেন্স দিয়ে তারা ভুল তথ্য শেয়ারের কথা না)
৮. ১/২/৩ প্রশ্নের জন্য আমার পরিবারের সমস্যা হবে না তো?