প্রথমেই অধিক প্রশ্নের জন্য ক্ষমা চাইছি নিজ গুণে মাফ করে দিবেন শায়েখ। ছোট আকারে হ্যা/না তে জবাব দিয়ে দিবেন প্লিজ।
১. "আমাদের মাঝে এতো বিচ্ছেদ!" এই কথা স্ত্রীকে বলার দ্বারা কি বৈবাহিক জীবনে সমস্যা হয়?যদি তালাকের নিয়ত না থাকে,এই শব্দের ব্যবহার সম্পর্কে সংক্ষেপ একটু আইডিয়া দিলে উপকার হয়।
২.আমি এবং আমার স্ত্রী দুজনে দুজন থেকে দূরে বসবাস, করি। তাই দুরত্ব বুঝাতে একদিন দোয়ায় আমি আল্লাহ কে বলি, " *আমাদের মাঝে এতো বিচ্ছেদ "* এটা বলেই স্মরণ হলো বিচ্ছেদ কেনো হবে,এটা তো দূরত্ব হবে। এই বল্ড করা কথাটি মনে মনে বলেছিলাম বলেই মনে হয়, তাও সন্দেহ হচ্ছে, এই কথায় কি কোনো সমস্যা হবে?
৩. কেও যদি তার বউকে বলে তোমার মা বাবা অন্য কোথায় বিয়ে দিতে চাইলে আমাকে কয়েকমাস আগে জানিয়ো...। ভবিষ্যতে তালাক দিবে এই নিয়তে এই কথা বললে এর দ্বারা কি কোনো সমস্যা হবে?
৪.তোমার জন্য বিয়ের আলাপ আসছে না কি? তোমার জন্য ছেলে দেখছে না কি? এই সব কথা কেও বউকে বললে কি সমস্যা হবে?
৫. ভবিষ্যতে তালাকের ইরাদা করলে কি তালাক হয়?
৬.নাবালক বাচ্চা মুরগি/হাস ইত্যাদি বিসমিল্লাহ বলে জবাই করলে খাওয়া যাবে?
৭. কেও যদি মৃত্যু সংবাদ,ওয়াজ মাহফিলের,খেলা এই তিন ধরনের ঘোষনা থেকে কিছু অংশ একসাথে করে মজা করে বলে,"" ইন্নালিল্লাহি... রাজিউন, আসছে আগামী শুক্রবার আপনাদের মাঠে বিশাল ওয়াজের আয়োজন করা হয়েছে,উক্ত খেলায় যে দুটি শক্তিশালী দল প্রতিদ্ধনি্তাতা করবে তারা হলো..." এতে কি তার ইমানে সমস্যা হবে?
৮. " ওকে দেখে মনে হয়, মন্দিরের বাতির মতো সুন্দর " , "প্রতিদিন তোমার ডাকে সূর্য হাসে"। এই কথা গুলো কি কুফরি কিছু?
৯. দেয়ালে লাগানো " আল্লাহু" লেখা একটা আর্ট আছে। এটার আশেপাশে মাকরের জাল ইচ্ছে করেই ঝাড়ু দিয়ে পরিষ্কার করি, তখন হঠাৎ ঝাড়ু টা ওই আর্টের গায়ে লেগে যায়, এটা ইচ্ছে কৃত না, এতে কি কুফর হবে?
১০. রঙ্গীলা বাড়ইরে শিরোনামে একটা গান আছে, যেখানে বলেছে, "তোমার কর্ম তুমি করো মিছে দোষী আমি" "তোমার প্রেমে আব্দুল করিম মরে যদি ভালো" ইত্যাদি, এই গান নাকি আব্দুল করিম সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে গেয়েছেন যা আমি জানতাম না, আমি এই গান মানুষেকে উদ্দেশ্য করে লিখেছেন ভেবে অনেক গেয়েছি, সৃষ্টিকর্তাকে উদ্দেশ্যে লিখেছেন জানার পর,এই গান গাইলে আমি কোনো মানু উদ্দেশ্য নিশে গাইতাম,আমার কি ইমানে সমস্যা হবে?
১১. আমার বিছানায় বীর্যের ছোপ ছোপ একটু দাগ আছে,সপ্নদোষের ফলে উতপন্ন, এই অবস্থা জেনেও আমি এই খানে শুয়ে, দুরুদ,কোরআন, কলিমা এইসব পড়ে ঘুমাই,এটার জন্য কি কুফর হবে? কুফর না হলে গুনাহ হবে কি?( যেদিন ধোইয়েছিলাম ওই দিন রাতেই আবার দাগ লেগে যায়,যার ফলে বার ধোয়া হয় নি)
জাজাকাল্লাহ শায়েখ।