আসসালামু 'আলাইকুম উস্তাদ।
এক ভাইয়ের জন্য একটি মাসআলা জানতে চাচ্ছি।
১/উনি বিয়ে করতে চাচ্ছে অতিশীঘ্র, কোর্ট ম্যারেজ।
উনি এবং পাত্রী, দুজনেই দেশে আছেন। কিন্তু পাত্রী চাচ্ছেন, কোর্ট ম্যারেজ না হয়ে ফোনে বিয়েটা হোক। আমার প্রশ্ন হলো, এখানে দুজনের সামনাসামনি বিয়েতে কোনোরূপ প্রতিবন্ধকতা নেই। এক্ষেত্রে ফোনে বিয়ে করাটা বৈধ হবে কিনা?
(ভিডিও কলে বিবাহের মাসআলা জানা আছে আল'হামদুলিল্লাহ)
২/আরেকটা বিষয়। ফোনে বিবাহ হতে হলে ছেলে বা মেয়ে, যে কেওই কি ওয়ালি নির্ধারণ করে অপরের কাছে পাঠাতে পারবে? নাকি এ অধিকার শুধু ছেলেদের রয়েছে?
সম্ভবত উক্ত বোন চাচ্ছেন, তার পক্ষ থেকে কেও ওয়ালি হয়ে ছেলের সাথে একই মাজলিসে থাকুক, আর ইজাব-কবুল হোক। এ বিষয়ে একটু জানাবেন।
জাঝাকাল্লহু খইর