আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
417 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
edited by
আসসালামু 'আলাইকুম।
বিয়ে সংক্রান্ত একটা প্রশ্ন ছিল।
.
৪/৫ বছর আগে আমার এক বন্ধুর একটা হারাম সম্পর্ক ছিল।
একদিন সে হঠাৎ তার কিছু বন্ধুকে ডেকে এনে ফোনেই মেয়েটার সাথে বিয়ে করতে চায়। বিষয়টা আসলে আবেগের সাথে সম্পর্কিত ছিল, কৈশোরে যা থাকে।

বন্ধুদের মধ্যে দুজনে তার সাক্ষী হয়, দুইজন তার প্রেমিকার তরফ থেকে সাক্ষী হয়। প্রেমিকাও তাদেরকে সাক্ষী হিসেবে মেনে নেয়। একজন বিয়ে পড়ায়, আর মেয়েটা ও আমার বন্ধু দুজনেই কবুল বলে।
তাদের মধ্যে কোনো দেনমোহরও প্রদান করা হয়নি, কোনোরকম সহবাসও হয়নি।
এটা আসলে লং ডিসট্যান্সের রিলেশনশিপ ছিল, আর হুট করে একদিন ঝোঁকের মাথায় এরকম ঘটনা ঘটিয়েছিল সে।

এখন আমার বন্ধুটির সেই সম্পর্কটাও তিনবছর আগে শেষ হয়ে যায়। ওই বিয়ের বিষয়টা নিয়ে সেও কখনও সেভাবে চিন্তা করেনি, মেয়েটাও এমন চিন্তা করেনি।
তাদের মধ্যে কখনও বাসর ঘরও হয়নি। সম্পর্ক শেষের পরে তারা দুজনেই স্বাভাবিক জীবনযাপন করছে বর্তমানে।

এখন আমার এ বন্ধুটির ইদানিংকালে মনে প্রশ্ন জেগেছে, খেলাচ্ছলে বিয়েটা হলেও কবুল বলার ফলে সত্যিই এ বিয়েটা হয়ে গিয়েছে কিনা? তার ভবিষ্যতে বিয়ে করতে গেলে করণীয় কী?
দয়া করে জবাব দিয়ে উপকৃত করবেন।জাঝাকাল্লাহু খইর

1 Answer

0 votes
by (712,400 points)
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
অডিও/ভিডিও কল এর মাধ্যমে বিবাহ সংগঠিত হবে না।বিস্তারিত জানতে..........
(চন্দ আহম আচরী মাসাঈল-২৩০;-দারুল উলূম দেওবন্দের ইফতা বিভাগ কর্তৃক ১৪৩৩হিঃ মোতাঃ২০১২ ইং তে প্রকাশিত)

আল্লামা ইবনে আবেদীন শামী রাহ বলেনঃ
(قَوْلُهُ: اتِّحَادُ الْمَجْلِسِ) قَالَ فِي الْبَحْرِ: فَلَوْ اخْتَلَفَ الْمَجْلِسُ لَمْ يَنْعَقِدْ، ----إلي ان قال-----
وَلَوْ عَقَدَا وَهُمَا يَمْشِيَانِ أَوْ يَسِيرَانِ عَلَى الدَّابَّةِ لَا يَجُوزُ،
স্বামী-স্ত্রী উভয়ের ইজাব-কবুলের মজলিস এক হতে হবে।যদি মজলিস ভিন্ন হয় তাহলে বিবাহ সংগঠিত হবে না।প্রসঙ্গক্রমে আলোচনার এক পর্যায়ে তিনি বলেনঃস্বামী-স্ত্রী দু-জন যদি হাটতে হাটতে ইজাব-কবুল করেন,অথবা সওয়ারীর উপর সওয়ার হয়ে চলতে চলতে ইজাব-কবুল বলেনঃ তাহলেও বিবাহ সংগঠিত হবে না।(রদ্দুল মুহতার-৩/১৪;)

সাক্ষী উপস্থিত না থাকার ধরুণ বিবাহ সংগঠিত হবে না।(ফাতাওয়ায়ে উসমানী-মুফতী তাক্বী উসমানী-২/৩০৫;-"মাকতাবাতু মা'রিফুল কোরআন" করাচী, কর্তৃক১৪৩৩হিঃ-২০১২ইংরেজীে প্রকাশিত)

★সুওয়াল ও জওয়াব-৪/৭৯ ক্বারী আব্দুল বাসিত-
দারুল এশা'আত-পাকিস্তান,কর্তৃক ৪ খন্ডে ২০০৬সালে প্রকাশিত।

★জাদীদ ফেকহী মাসাঈল-১/১৯২(জমজম পাবলিশার কর্তৃক ২০১০সালে প্রকাশিত) 

তবে আরব দেশের কেউ কেউ যেমন বিন বায বিয়ে সহীহ হওয়ার কথাও বলে থাকেন। কিন্তু সতর্কতামূলক তাদের কথাকে গ্রাহ্য করা যাবে না।কেননা বিয়েতে আসল হচ্ছে হারাম অর্থাৎ মহিলার  বুজা বা স্ত্রী লিংগ পুরুষদের জন্য হারাম কিন্তু পরবর্তীতে অনেক শর্তাদির মাধ্যমে বিয়ে নামক পদ্ধতি দিয়ে  তা পুরুষদের জন্য হালাল করা হয়েছে।
যেমন বিশিষ্ট উসুলবিদ আল্লামা ইবনে নুজাইম রাহ বলেনঃ-
الأصل في الأبضاع التحريم 
স্ত্রীলিঙ্গ সমূহে মূল হুকুম হচ্ছে হারাম হওয়া।
(আল-আশবাহ ওয়ান নাযাইর১/৫৭-দারুল কুতুব আল আলামিয়্যাহ)

মুবাইল ফোনে বিয়ে সংগঠিত হবে কি না? এ সম্পর্কে যাবতীয় বিধি-বিধান জানতে ভিজিট করুন-2679

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রথমত মুবাইলে অডিও কল বলেন আর ভিডিওকল বলেন,মুবাইল কলে মূলত বিবাহ-ই সংগঠিত হবে না। সুতরাং প্রশ্নোল্লিখিত সূরতে বিয়ে সংগঠিত হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...