আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
১,আমি জানতে পেরেছি প্রাণীর চামড়া ব্যবহাত ভেদে ৩ ধরনের।
এর মধ্যে একটি হল যেটা ট্যানিং করার পূর্বে নাজিস থাকে,পরে পিউর হয়। আমার প্রশ্ন হল চামড়া কোম্পানিতে যারা এসব প্রসেস করে এরা কাচা চামড়া নিয়ে বিভিন্ন ভাবে ট্যানিং করে।কিন্তু ট্যানিং করার পূর্বেত তা নাজিস।তাহলে তা কি প্রসেস করার খাতিরে স্পর্শ করা বা সেই জীব হত্যার জন্য তার দেহে হাত দেয়া যাতে রক্ত বা গোশত হাতে লাগতে পারে।এক্ষেত্রে কি গুনাহ হবে?, আর এই চাকুরি করা হারাম?
২, আমার স্ত্রীকে তালাকের নিয়ত ছাড়া বলছিলাম এবং আলোচনা করছিলাম যে আমার সাথে কিসুদিন যোগাযোগ অফ রাখতে। কিন্তু 'Ejnnei bolsi jogajog off rakhte' এই কথা বলার সময় তালাকের নিয়তে বলে ফেলি। এর পর সে জবাব দেয়
'Apnar icchamotoi hbe
Jotodin can.
Ami ki krtesi kothai achi ei muhurto theke purota amr bepar.'
এখানে সে জান্ত না যে উক্ত কথা তালাকের নিয়তে বলসি।তাই সে জবাবে যা বলসে তাতে সম্ভবত আপাতত কিসুদিন যোগাযোগ অফ রাখতে চাইসি সে হিসেবে বলসে,আবার তালাক নেয়াত অর্থেও বলসে হয়ত।এখন এতে কি তার কি নিয়াত ছিল জানিনা। বিয়ের কি কোনোস সমস্যা হবে? তালাক হবে? না অকে নিয়ত জিজ্ঞাসা করব?
৩,শুকর সাধারণ ভাবে হত্যার ব্যাপারে ইসলাম কি বলে? বিনা কারণে হত্যা কি বৈধ? শুকর কে কষ্ট দিলে কি পাপ হবে? নির্যাতন করা অর্থে কষ্ট।