আসসালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহ
দুটি প্রশ্ন!
১।আমার আম্মুর দুই ভাই, আমার দুই মামা, দুজনই দেশের বাইরে স্যাটেল, এদেশে আসেন না, তবে আমাদেরকে সবসময় সাহায্য করেন, তাদের আমেরিকায় উপার্জিত টাকা কি হালাল হবে আমাদের জন্য ??
২।আমার নানুর সম্পত্তি আমার মামাদের নামে রেকর্ড করা আছে, কিন্তু আমার নানু সেই সম্পত্তি আমার বড় মামা কিংবা ছোট মামা দিয়ে যান নি! এখন সেখানে আমার আম্মু সহ মামারা সমানভাবে সম্পত্তি পাওয়ার কথা! কিন্তু মামারা সেই সম্পত্তিগুলোর রেকর্ড ভেংগে দিচ্ছে না এবং এতে করে আমার আম্মু সেই সম্পত্তি পাচ্ছে না!
কিন্তু এর পাশাপাশি এত বছর ধরে উনার অনেক টাকা লেনদেন হয় আমার আম্মুর সাথে! তো এর মাঝে প্রায় ৬ লক্ষ টাকা ফেরত নেয়ার কথা উনি ভুলেই গেছে, কিন্তু উনাকে প্রায় ১৫ লক্ষ টাকা আমার আম্মু ফেরত দিয়েছে, যা উনার পাওনা উনি নিজে চেয়ে নিয়েছেন!
আমার বড় মামা এইবার বিদেশ থেকে এসে আমার আম্মুকে স্রেফ নানু বাড়ির একটা বিল্ডিং এর অর্ধেক দিয়েছে যেটা উনার নিজের করা বাড়ি, কিন্তু বাড়ির আশে পাশে অনেক জায়গা কিংবা আরো জায়গা ছিলো যা তিনি আমার আম্মুকে দিয়ে যান নি, বাড়ির অর্ধেক আমার আম্মু নিতে চায়নি, কারণ তা প্রায় ৪০ বছর পুরোনো! তো এই বাড়ি দিয়ে তিনি আমার আম্মুকে তার পাওনা সম্পত্তি দিয়ে যান নি (যার পরিমান প্রায় ১৪ থেকে ১৫ লক্ষ টাকা) আর বাড়ির অর্ধেকের কোনো দরকার আমাদের নেই, কারণ আমাদের নিজস্ব বাড়ি আছে!
এখন আমার আম্মু উনাকে বিদেশে যাওয়ার আগে এবং এখনো আমার বড় মামাকে প্রায় বলছে যে, আপনার অনেক টাকা আমার কাছে এদিক সেদিক হয়েছে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, অনেক টাকা রয়েও গিয়েছে আমাদের মাফ করে দিয়েন, উনিও বলেছে সমস্যা নেই, তুইও আমাকে মাফ করে দিস! আর প্রায় ১২/১৪ বছর এখনো আমার বড় মামার সব কাজ আমার আম্মু এখানো করে দেয়, ম্যানেজ করে দেয়, নানা বাড়িটির দেখভাল করে যেটা বড় মামা নিজের নামে রেকর্ড করে রেখেছে!
মূল বিষয় হলো আমার আম্মু ১৫ লক্ষ টাকার সম্পদ পাওনা, কিন্তু মামা সেটা দিচ্ছে না এবং দিবে না, এখন আমার আম্মু কি মামার সেই ভুলে যাওয়া ৬ লক্ষ টাকা নিজের কাছে রেখে দিলে তা হারাম হবে!?
আর হালাল যদি হতে হয় তাহলে আমাদের করনীয় কি!?
খুবই দরকারী প্রশ্ন! তাছাড়া উনি ওই টাকা থেকে প্রায় লক্ষাধিক টাকা সাদকা করে দিয়েছেন মামা অসুস্থ হওয়ার পর!