আসসালামু আলাইকুম ,,হুজুর আমাদের বিয়ে নিয়ে বাসায় ঝামেলা হইসে এজন্য আমি আমার husband কে বলি তুমি আমাক ছাড়া থাকতে পারবা?তখন সে বলে পরিস্থিতি,ভাগ্যে না থা্কলে আর কি করার আছে! আল্লাহ না চাইলে আমাদের কারুর হাত নেই!এর কিছুক্ষন পর সে আমাক call দেয় এবং এসব নিয়ে আলচোনা করার পর মানে বাসার ঝামেলা নিয়ে আলচনা করার পর সে আমাক বলে সময় নাও কি করবে ভেবে দেখ!মানে তারসাথে থাকা নিয়ে!!!তখন আমি বলি তুমি আশা ছেড়ে দিচ্ছো!তখন সে বলে ছেড়ে দিতেসি কারন তোমার খালারা যা করতেসে আমি কি করব!(মানে আমার পরিবার )!!!হুজুর আমার husband এর আমাক ছাড়ার ইচ্ছে নাই,আর আমারও না,কিন্তু এসব কথায় কি কোন তালা'''''' হবে?