আমাদের বাসায় পোষা বিড়াল আছে ৩টা।
(দুটা বিড়াল, রুমের বাইরেও যায়) আম্মু যখন নামাজ পরে, বিড়ালগুলা তখন আম্মুর নামাজের ওখানে আসে। নামাজে তিলাওয়াত, সিজদাহ ; বিড়ালগুলার মতি গতি দেখে মনে হয় এরা এসব পছন্দ করে না। খামচি দিতে ধরে। এমন টাইপের এটিপিক্যাল ব্যবহার করে। মানে বুঝা যায়, রুকু দিস কেন! সিজদাহ দিস কেন? তসবিহ পড়িস কেন?! এমন......হাতে হাচড় দিতে চায় বা পায়ে!
আমার ছোট বোন নামাজ পরে যখন, তখন কেউ কিচ্ছু করে না! আম্মু নামাজ পড়তে বসলেই হয়েছে!! সবগুলো কোথা থেকে যেন এসে হাজির আর এমন সব অদ্ভুত ব্যবহার করে।
এদের মাঝে কি কোনো খারাপ জ্বীন প্রভাব ফেলেছে বা ভয়ের কোনো কিছু আছে কি হজরত?