আসসালামুআলাইকুম ওরাহমাতুল্লাহ।
**ধরেন ফোনে কথা বলার সময় স্ত্রী তালাক চায় নি।এমনিতে তালাকের বিষয়ে কথা হচ্ছিল ধরেন।স্বামী যদি বলে তুমার সুখের জন্য তুমাকে ছাড়তে হলে ছেড়ে দিব, এমন আরো কথা হচ্ছিল। কিন্তু স্বামী স্ত্রী কেউ কাউকে ছাড়তে চায় না।মা বাবার দিকে তাকিয়ে দিবে সেটা বলতেছিল।।স্বামী তখন কেনায়া তালাকের বিষয়ে জানত না আর স্ত্রী সরাসরি তালাক ও চায় নি।কথা গুলো ফোনে হচ্ছিল । তহ তখন স্বামী নিয়ত ছাড়া কেনায়া শব্দ বললে কি তালাক হবে?আপনি বলেছিলেন মেসেজে স্ত্রী তালাক না চায়লে কেনায়া শব্দ নিয়ত ছাড়া বললে তালাক হয় না।
**তালাকের বিষয়ে কথা বলার সময় মেসেজে বা ফোন কলে স্ত্রী যদি বলে আব্বু কি বলে দেখি।যদি চলে আসতে বলে চলে আসব মানে স্বামীর ওইখান থেকে। স্বামী যদি বলে তুমার সুখের জন্য আমি তুমাকে ছেড়ে দিতে পারব বা দিব।এর পর স্বামী যদি বলে দেখ কি বলে তুমার আব্বু যেটা বলে সেটা কর।মানে পরে বাবার সাথে কথা বলবে তহ মেয়েটা তখন বাবা যেটা বলে সেটা করতে বলতেছে আর কি তাকে তার স্বামী।এটা ভবিষ্যৎ এর কথা না?এই কথাটার দ্বারা কি তালাক হবে?
এর উত্তরে ইমদাদুল হুজুর বলেছিল উত্তর হবে না।
১।এখন প্রশ্ন হচ্ছে তখন মানে কথা গুলো বলার সময় স্বামী যদি বলে তুমার কাছে অপশন ২ টা হয় পরিবারকে ছাড়তে হবে নয়ত আমাকে।মানে ২ জন থেকে যে কোন একজনকে বেছে নিতে হবে।স্ত্রী খুব কান্না করতেছিল তখন।সে কি করবে কি বলবে বুঝতেছিল না।ধরেন স্ত্রীকে পাওয়ার দিছে মানে তালাকের তখন যদি স্ত্রী নিয়ত ছাড়া কেনায়া শব্দ বলত ফোনে মানে তালাকের নিয়তে না তাহলে কি তালাক হবে?বা স্ত্রী যদি বলত আমি পরিবার বেছে নিচ্ছি তাহলে কি তালাক হবে? সে যদি নিজের দিকে তালাকের ইন্গিত করে না বলে তাহলে? পরে সব ভাল হয়ে যায়,ধরেন।মা বাবাকেও বলে আমি স্বামীর সাথে থাকতে চায়।মানে মেয়েটা।
২।কেউ মানে কোন বিবাহিত পুরুষ যদি ফেসবুকের রিলেশন স্টাটাস ডিভোর্স করে দেয় তাহলে কি তালাক হয়ে যাবে? জেনে শুনে রাগে করে দিলে? মানে স্ত্রীর সাথে রাগ করে করে দিলে?
৩।কোন বিবাহিত পুরুষ বিয়ের ২ বছর পর আগে single ছিল যে সেখান থেকে রিলেশনাল স্টাটাস Engaged করে দিলে কি সমস্যা হবে? মানে বিয়ে না দিয়ে ওটা দিলে?
৪।কোন স্ত্রী যদি স্বামীকে মাসআলা বুঝায়,যে সেভাবে বলে কোনদিন ফেসবুকের রিলেশন স্টাটাস ডিভোর্সের করে দিয়েন না।করলে মানে তালাক হয়ে যায় ইসলামি শরীয়তে। এটা ফতোয়া এভাবে বললে মাসআলা বুঝায় যে এভাবে।কোন শর্ত যুক্ত তালাকের উদ্দ্যশ্যে বলে নি।স্ত্রীকে তালাকের পাওয়ার দিলে স্বামীকে এভাবে বুঝালে কি শর্ত যুক্ত তালাকের পর্যায়ে পরবে বা অন্য কোন সমস্যা হবে? কারন স্বামী ধরেন জানে না তাই স্ত্রী মেসেজে বুঝাচ্ছিল ধরেন।
৫।৪ নং এ স্ত্রী যেসব মাসআলা বুঝাচ্ছে ধরেন।তখন তহ স্ত্রী তালাক চায় নি।আর ধরেন ফোনে বুঝাচ্ছিল।তখন যদি স্বামী নিয়ত ছাড়া কেনায়া শব্দ বলে তাহলে কি তালাক হবে?