আসসালামু আলাইকুম উস্তাদজি।
আমার এক বান্ধবী এতোদিন জিনার মধ্যে ডুবে ছিলো।সে বিবাহের নিয়তে +আবেগের বশে(যখন সে বুঝতোই না জিনা কি, বিয়ের শর্ত কি) তার কিছু বন্ধু বান্ধবীর সামনে আড্ডার সময় ওই ছেলের সাথে কবুল বলে।এখানে মজার ছলে হইলেও সাক্ষী কিন্তু ছিলো।কিন্তু এখন দ্বীনের পথে ফিরে এসে তার মনে হচ্ছে এটা জিনা, শুধু কবুল বলা ছাড়া তাদের মধ্যে কিছুই ছিলো না,পরিবার তো জানতোই না।সে এখন এটা নিয়ে খুব ভয়ে আছে কারণ রাসূল সাঃ বলেছেন, মজার ছলেও কেউ কবুল বললে নাকি বিয়ে হয়ে যায়।সে ওই ছেলেকে এখন তালাকের কথা বললে ছেলে তাকে ব্লক করে দেয় কারণ ছেলে এখনো দ্বীনের পথে আসেনি। এবং তালাক দিবে না বলে।
এখন প্রশ্ন হচ্ছে তাদের কি বিয়ে হয়ে গেছে?যদি হয়ে যায় তাহলে এখন কিভাবে সে এটা থেকে পরিত্রাণ পাবে?যেহেতু ছেলে তালাক দিবেই না।