বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
স্বামী যদি তার স্ত্রীকে বলে তুমি যদি আমার সাথে থাকতে না চাও চলে যেতে পারো তোমাকে আটকাবো না।কিছুক্ষণ পর স্ত্রী তার স্বামীকে ফোনে বলে আমি আপনার সাথে সারাজীবন থাকতে চাই।স্বামী হয়তো মনে করছে সে তার স্ত্রী কে ঠকাইছে।
১."তুমি যদি আমার সাথে থাকতে না চাও চলে যেতে পারো তোমাকে আটকাবো না" এটা বলাতে স্ত্রী তালাকের অধিকার পাবে না। বরং উক্ত মজলিসের ভিতর সাময়িক তালাকের অধিকার পাবে।মজলিস থেকে উঠে গেলে তালাকের অধিকার বাতিল হয়ে যাবে।
২.তুমি চলে যেতে পারো এ কথাটা বললে তালাক হবেনা। অধিকার দেয়া বোঝাবে আর অধিকার পেলে উক্ত মজলিসের ভিতর সীমাবদ্ধ থাকবে।
৩.তুমি চাইলে সীদ্ধান্ত নিতে পারো বা সীদ্ধান্ত নিতে পারো কি করবা বা কি করবা সীদ্ধান্ত নাও।
এটা বলাতে স্ত্রী উক্ত মজলিসের ভিতর সাময়িক তালাকের অধিকার পাবে।মজলিস থেকে উঠে গেলে তালাকের অধিকার বাতিল হয়ে যাবে।