আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
১. শায়েখ যদি কারো জন্য এমন হয় যে তার মনে হচ্ছে তার উপর বিয়ে আবশ্যক এবং অপেক্ষা করতে গিয়ে সে ফিতনায় পড়ে যাচ্ছে এবং হারামে জড়ানোর যথেষ্ট সম্ভাবনা অনুভব করছে কিন্তু তার বাবা বিয়ে দিতে নারাজ এমনকি তিনি কোন প্রস্তাব আসলে সেটা খোজ অব্দি নেন না শুধু বলেন মেয়েকে অনেক কষ্ট করে পড়িয়েছি অনার্স শেষ না হওয়া অব্দি বিয়ে দিবো না,, এদিকে যদি কারো বিয়ের প্রয়োজন হয় ইউনিভার্সিটির পরিবেশ, নিজের অতীত জীবন এসব ভেবে ফিতনায় পড়ার সম্ভাবনা থাকে এবং তার পড়ালেখা শেষ হতে আরো কিছু সময় লাগবে,, এমতাবস্থায় সে যদি বাবার বিয়ে দিতে চান না জেনেও বিয়ের জন্য কিছু চেষ্টা, দোয়া, আমল করে তাইলে কি তার গুনাহ হবে,,, আল্লাহ অসন্তুষ্ট হবে কি,,??
আর এই পরিস্থিতিতে চেষ্টা করলেও সেটা কোন উপায়ে করা উচিত,, কারণ মা বাবা কে বললেও কোন কাজ হয় না,,
২. কারো বাবা যদি অনেক টাকা খরচ করে তাকে পড়াশোনা করান এবং আশা রাখেন যে মেয়ে চাকরি করবে যেহেতু তার দুই মেয়ে ছেলে নেই,, কিন্তু আল্লাহ তাদের রিযকের জন্য যথেষ্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ,, তবে বাবার অনেক স্বপ্ন যে মেয়ে চাকরি করবে,, মেয়েটার যদি এবিলিটি থাকে জব করার কিন্তু পর্দার কথা ভেবে সে যদি চাকরি করতে না চায় যেহেতু তার বাবার স্বচ্ছলতা আছে আলহামদুলিল্লাহ,, তবে চাকরি করলে হয়তো আর একটু আয়েশের জীবন উপহার দিতে পারবে বাবা মাকে,, বাবার কাজ করার কষ্ট টা একটু কমবে এসব জেনেও শুধু পর্দার জন্য সে যদি জব না করতে চায় তবে বাবা মার অবাধ্যতা হবে,,??<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_221021_201711_454.sdocx-->