আস সালামু আলাইকুম। আমি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরামর্শ চাচ্ছি। আমি একসময় ৫ ওয়াক্ত নামাজ পড়তাম,রমজানের রোজা রাখতাম, ইবাদত নিয়ে প্রচুর আগ্রহ ছিল। গত ১ বছর ধরে আমি ওয়াসওয়াসায় আক্রান্ত। বিভিন্ন সময় বিভিন্ন ওয়াসওয়াসা এসেছে। এর মধ্যে গত ২০২২ এর ফেব্রুয়ারি অর্থাৎ গত ৮ মাস ধরে আমি ইমান বিষয়ক ওয়াসওয়াসায় ভুগছি। কিছু উদাহরণ বলিঃ
১) পাঠ্যবইগুলোতে শিরকি কুফরি লাইন আসলে আগে আমি নরমালি পড়তাম মনে অসবের প্রতি ঘৃণা রেখে। কিছু এই বছর এগুলো পড়তে গেলেই মনে ভয় আসে যে ইমান চলে যায় কিনা। ২) ধরুন কালকে আমি ওমুক কাজটা করব। এজন্য প্রয়োজনীয় জিনিসপত্র রেডি করছি। তখন আমার মনে ওয়াসওয়াসা আসে যে আমি গায়েবের জ্ঞান জানলাম কিনা যে আমি এই কাজটা করবই।। তখন আমার মনের অবস্থা এমন হয় যেঃ একবার দৃড়চিত্ত থাকি যে আমি গায়েবের জ্ঞান জানার দাবি তে জিনিসপত্র রেডি করছি না, এরপর সময়েই মনের অবস্থা এমন হয় যে আমার ইমান দূর্বল হয়ে যাচ্ছে,। মানে রাগ উঠে যায় তখন মনে প্রায় স্থিরই করে ফেলি যে আমি সেটা গায়েবের জ্ঞান জানার দাবিতেই করছি।
এছাড়া ইমান সংশ্লিষ্ট নিচের কিছু প্রশ্ন আছেঃ
৩) আরবিতে আল্লাহ শব্দের লাম মোটা হরফে পড়তে হয়। কিন্তু আমরা বাংগালিরা আল্লাহ শব্দটা নরমাল বাংলায় যেভাবে বলে সেভাবেই বলি, অনেকে "হ" ও উচ্চারণ করে না। এভাবে উচ্চারণ করলে কি গুনাহ হবে?
৪) তাছাড়া আমরা যখন বলি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ও অনেকে খুব দ্রুত বলে, উচ্চারণ একটু বেঠিক হয়ে যায়। এগুলা করলে কেমন গুনাহ হবে?.
৫) ধরুন আমি একটা ভাল কাজ করলাম। পরে আমার আপঞ্জন কেউ বল্লঃ তুমি একটা লক্ষ্মী ছেলে। আমার মনে ওয়াসওয়াসা এসেছিল যে আন্টিটা এটা বলবে কিনা, তাও আন্টিকে বলেছিলাম যে ওই কাজটা আমি করেছি। এখন আমার কি এতে কুফরের গুনাহ হয়েছে? যেহেতু আমার মনে ওয়াসওয়াসা এসেছিল আন্টি আমাকে লক্ষ্মী বলবএ কিনা
৬) বই খাতা তে আল্লাহ নাম টা আছে কয়েক জায়গায়। এখন এগুলার উপর ভর করে মাঝে মাঝে পড়ি নাহলে পিঠ ব্যথা করে। তখন আমার মনে ওয়াসওয়াসা আসে যে আমি আল্লাহ কে অসম্মান করছি কিনা। এসব ওয়াসওয়াসা আসলে রাগ উঠে আর তখন প্রায় স্থির করে ফেলি যে হ্যা আমি আল্লাহ কে অসম্মান করছি। এখন কি ইমান চলে গেছে?
আগে ইমান নিয়ে আরো অনেকক ওয়াসওয়াসা আসত। এখন এগুলো প্রশ্ন আছে। এখন ইমান রক্ষার জন্য আমি কি করতে পারি?
এছাড়াও,,,,,
আগে ইবাদত নিয়ে আমার প্রচুর আগ্রহ ছিল। গত ফেব্রুয়ারি মাস থেকে নামাজ পড়া বাদ দেওয়ার ফলে আমার ইবাদত থেকে আগ্রহ চলে গেছে। নামাজ পড়তে ইচ্ছা করে না। প্রস্রাব পায়খানা থেকে পবিত্র হতে গেলে ছিটা আসে, প্রস্রাবের পর ফোটা ফোটা প্রস্রাব বের হয়। এসব নাপাকির চিন্তা ভাল লাগে না। আগে যখন নামাজ পড়তাম তখন এসব সমস্যা ছিল না, আমি খুবই কর্মঠ ছিলাম, পরিবারের সবাই আমাকে অনেক ভালবাসত। এখন আমি খুব অলস হয়ে গিয়েছি। এখন আমি আমার আগের কর্মঠ রূপ আর ইবাদতের প্রতি আগ্রহ ফিরে পাব কিভাবে? কি কি করতে পারি?
আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ,
আপনারা আমার জন্য দুয়া করবেন যেন আল্লাহ আমার প্রস্রাব, পায়খানার সমস্যা দূর করে দেন, এসব ছিটা ফোটা যেন না আসে, মানে নাপাকি নিয়ে যেন আর চিন্তা না করতে হয়।
আমার যেন ইবাদতে আগের চেয়েও বেশি আগ্রহ আসে, আমি যেন আগের মত কর্মঠ হয়ে যাই। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হল যাতে আমাকে আর ইমান বিষয়ক ওয়াসওয়াসায় ভুগতে না হয়, আমি যাতে আল্লাহর প্রিয় হয়ে যাই। আপনারা যারাই এটা দেখবেন তারা আমার জন্য খাস দিলে দুয়া করবেন।