আসসালমুআলাইকুম, আমি বিয়ে করছি ১ বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন বয়স ২০ বছর চলছে। যেহেতু আমি শুধু ইসলামী নিয়মে কালিমা পরে বিয়ে করছি, ২১ বছর না হওয়াতে রেজিস্ট্রি করা হয়নি, তাহলে এমতবস্থায় আমি সেনাবাহিনীতে যোগদান করতে পারবো? উল্লেখিত, সেনাবাহিনীর সার্কুলারে দেওয়া থাকে শুধু অবিবাহিতরা আবেদন করতে পারবে।
আবু তালহা মোহাম্মাদ আদনান সাহেব এর একটি ভিডিওতে দেখেছি বিয়েতে উৎসিত করার জন্য বলেছেন, বিয়ের বয়স হয়ে গেলে বিয়ে করে নিতে, যদি জাল কাগজপত্রও লাগে, তবুও বিয়ে করে নাও। এখন যেহেতু আমি বিয়ে করেছি, এই অবস্থায় আমি সেনাবাহিনীতে বিয়ের কথা লুকিয়ে চাকুরী করতে পারবো? এটা কি আমার জন্য জায়েজ হবে?
আমি আবারো বলি, আমাদের এখনো রেজিস্ট্রি হয়নি, শুধু বিয়ে পড়ানো হইছে।
আল্লাহ মহাজ্ঞানী।
ধন্যবাদ।