ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
জ্বী, অনলাইনে প্রতিষ্টিত সকল প্রকার মাদরাসা সম্পর্কে আমরা কোনো মন্তব্য করতে পারবো না।তবে ইসলামিক অনলাইন মাদরাসা সম্পর্কে বলতে পারবো।এ প্রতিষ্টানে উন্নত পড়ালেখার পাশাপাশি চারিত্রিক গুণাবলী অর্জনের জন্য বিশেষ দৃষ্টি রাখা হয়। অত্র প্রতিষ্টানে যথেষ্ট যোগ্যতাসম্পন্ন আসাতিযায়ে কেরামগণ রয়েছেন,যারা সর্বদা ছাত্রদের শিক্ষামান উন্নয়নে ব্যস্ত থাকেন। ইনশা'আল্লাহ, এই প্রতিষ্টানে সঠিকভাবে লেখাপড়া করলে, প্রতিষ্টানের নিয়মকে যথাযথ ভাবে পালন করলে, অফলাইন মাদরাসার মত এমনকি অনেক ক্ষেত্রে এর চেয়েও বেশী যোগ্যতা অর্জন হবে। এই প্রতিষ্টান শুধুমাত্র তাদের জন্যই যারা আন্তরিকতার সাথে ইলমে অহীকে রপ্ত করতে চান।
অত্র প্রতিষ্টানের অনেক বিভাগ রয়েছে। যে কোনো বিভাগের ছাত্রর সাথে যোগাযোগ করলে আপনি এর সত্যতা যাচাই করতে পারবেন।
দাওরায়ে হাদীস বা তাকমিল ফিল হাদীস ক্লাসে যেহেতু হাদীস শিক্ষা প্রদাণ করা হয়। আর এই হাদীসই মূখ্য বিষয়।কেননা হাদীস দ্বারা কুরআনের তরজমা বা ফিকহের মূল উৎস খুজে বের করা হয়।অন্যকথায় বললে বলতে হয় যে, হাদীসই শরীয়তের বিধানের মূল উৎস।তাই হাদীসের ক্লাসকে সরাসরি বা অফলাইনে পড়ার ব্যবস্থা করা হয়ে থাকে।
মোটকথাঃ-
অনলাইনে পড়েও সত্যিকারের আলেম হওয়া সম্ভব।