পিতা ও ছোট ভাই কর্মক্ষম কিন্তু উপার্জন করে না।বিয়ের আগে চাকরি করে তাদের সাহায্য করতাম।তারা টাকার অভাবে চলতে পারেন না।স্বামী আমাকে হাত খরচও দেয় না।আমার কারও কাছে কিছু চাওয়ার অভ্যাস নেই।সে জানে তবুও আমাকে দেয় না।সে বলেছে:"ইসলামে মেয়েদের চাকুরী করা নিষেধ,তবুও করতে চাইলে করেন,আমার মানা করা দরকার তাই করেছি, আর বাবা মা কে দেখার দায়িত্ব ও মেয়েদের উপর ফরজ না।" বিয়ের আগে সে বলেছিল আমাকে হাতখরচ দিবে,কিন্তু এখন, বলে যা লাগবে আমার কাছে চাইবেন।তার প্রতি ভালবাসা কমে যাচ্ছে।কী করা উচিৎ?