জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
শরীয়তের বিধান হলো থুথুর সাথে যদি পুঁজের পরিমাণ বেশি হয় তাহলে অজু ভঙ্গ হয়ে যাবে।
হাদিস শরিফে এসেছে,
عَنِ الْحَسَنِ فِي رَجُلٍ بَزَقَ فَرَأَى فِي بُزَاقِهِ دَمًا، أَنَّهُ لَمْ يَرَ ذَلِكَ شَيْئًا حَتَّى يَكُونَ دَمًا غَلِيظًا، يَعْنِي فِي الْبُزَاقِ
‘হাসান বসরী (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো ব্যক্তি যদি তার থুথুতে রক্ত দেখে তাহলে থুথুতে রক্তের পরিমাণ বেশি হওয়া পর্যন্ত তা কোনো সমস্যা করবে না।’ [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ১৩৩০]
عَنْ إِبْرَاهِيمَ فِي الرَّجُلِ يَبْزُقُ فَيَكُونُ فِي بُزَاقِهِ الدَّمُ، قَالَ: إِذَا غَلَبَتِ الْحُمْرَةُ الْبَيَاضَ تَوَضَّأَ، وَإِذَا غَلَبَ الْبَيَاضُ الْحُمْرَةَ لَمْ يَتَوَضَّأْ
‘ইবরাহীম নাখয়ী (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো ব্যক্তি যদি থুথুতে রক্ত দেখে এবং রক্ত যদি থুথুর উপর প্রবল হয় তাহলে অজু করতে হবে। আর যদি থুথু রক্তের উপর প্রবল হয় তাহলে অজু করতে হবে না।’ [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ১৩৩২]
ثم المراد بالخروج من السبيلين مجرد الظهور وفي غيرهما عين السيلان ولو بالقوة، لما قالوا: لو مسح الدم كلما خرج ولو تركه لسال نقض وإلا لا
যার সারমর্ম হলো কেউ রক্তকে বের হওয়া মাত্রই যখমের মুখ থেকে মুছে নেয়,যদি উক্ত ছেড়ে দেয়া হত,তবে প্রবাহিত হত,এমন প্রকারের যখমের রক্তের কারণে অজু ভেঙ্গে যাবে।নতুবা অজু ভঙ্গ হবে না।
(ফাতাওয়ায়ে শামী ১/১৩৪)
বিস্তারিত জানুনঃ
★প্রশ্নের বিবরন মতে এটি যেহেতু নিতান্তই কম,গড়িয়ে পড়ার মতো নয়।
সুতরাং আপনার অযু ভেঙ্গে যাবেনা।
হ্যাঁ যদি এভাবে বের হতেই থাকে,তাহলে আপনি অযু ভেঙ্গে গিয়েছে ধরে নিবেন।
(০২)
তিনবার ধোয়া লাগবে।
(০৩)
এক্ষেত্রে এক দিরহামের কম হলে তো তাহা মাফ।
তবে সেটি ধোয়ার সময় অবশ্যই তিনবার ধোয়া লাগে।
যদি প্রবাহমান পানি যেমন, নদী, পুকুরে বা টেপের পানিতে এত বেশি করে ধোয়া হয়, যাতে নাপাকি দূর হওয়ার ব্যাপারে প্রবল ধারণা হয়ে যায় তাহলে তা পাক হয়ে যায়।
তিন বার ধোয়া আবশ্যক হবেনা।
আরো জানুনঃ-