আসসালামু আলাইকুম মুফতি সাহেব।
আমার হাজবেন্ড কয়েক দিন আগে একটি মেয়ের সাথে কথা বলছিল। তো ওই নিয়ে আমি তারে আজকে অনেক গালাগালি করছি, আর ওর সাথে আমার সব কথা ফোনে হইছিল। তো যেহেতু আমি তার সাথে অনেক খারাপ ব্যবহার করছি সে আমার প্রতি খুবই রাগান্বিত হইছে, সে বলছে, " আমি এভাবে সম্পর্ক রাখতে চাই না, আমাকে ছেডে দে।" আমি কথাগুলোর কোন উত্তর দিই নি, তারপর অনেক রকমের কথা বলছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা কথা হল
১. তোকে ডাইরেক্ট ছেডে দি( দিলাম, দিছি এরকম কিছু বলে নি, একটু থেমে ছিল তারপর আমি যে খারাপ ব্যবহার করতেছি তা বলছে)। তারপর আবারো বলছে," তোকে ডাইরেক্ট ছেডে দি তোকে আমি ছেডে দিতে চাই" ঠিক এ কথাটা বলছে। আমরা নোয়াখালীর। আমাদের ভাষায় এ কথাটা হল, "তোরে ডাইরেক্ট চাই দি", মানে এ কথাটার মাধ্যমে সে বুঝতে চাইছে ছেডে দিবে বা দিতে চায়, সে নোয়াখালী র ভাষায় বলছে, তো এতে কি আমাদের সম্পর্ক ঠিক থাকবে বলবেন।
২. ঝগড়া যেহেতু অনেকক্ষন ধরে হইছে সে কথায় কথায় কয়েকবার মনে হয় ৩-৪ বার বলছে, "তুই একেবারে বিদায় নিয়ে চলে যা"।
৩. তারপর ৩-৪ বার বলছে, "তোর সাথে সম্পর্ক রাখতে চাই না।"
৪. কয়েকবার বলছে, আমি তাকে ছেডে দিতাম, কিন্তু আমি উত্তর দিছি, আমি কিছু বলতে পারবো না, সব ক্ষমতা তোর হাতে, তোর যদি কিছু বলতে ইচ্ছা হয় তুই বল। আমি কিছুই বলব না কারন আমি এসব চাই না। তখন আরো কিছুক্ষন ঝগড়া হইছে, কিন্তু আমি কোন ভাবেই ছাডাছাডি টাইপের কোন কথা বলিনি বা চাইনি, কিন্তু ও যখন বলছে তখন শুধু বলছি সব ক্ষমতা তোর হাতে। তো কথা কাটাকাটির এক পর্যায়ে, সে বলছে, " আমি তোকে আগে অনেকবার ছেডে দিছি, এবার তুই আমাকে ছাডি দে।" আমি কোন উত্তর দিই নি। আমাদের প্রেমের বিয়ে। বিয়ের আগে প্রেমের সময় সে অনেকবারই আমার সাথে কথা বলা বন্ধ করছে, আমার ধারণা বলে সে সেটা উদ্দেশ্য করছে। এখন এতে কি কোন সমস্যা হতে পারে নাকি বলবে। অনেকবার ছেডে দিছি, এটাতে অনেকবার কথাটার মাধ্যেমে কি বাডতি কোন সমস্যা হতে পারে? তবে আমার বিশ্বাস সে বিয়ের আগে সম্পর্ক কে বুঝাইছে।
এই পুরো কথাতে আমাদের পুরো এক ঘন্টার মত কথা হয়েছে, আর বেশিরভাগ ই বলছে তাকে যেন আমি ছেডে দিই। আর আমি প্রতিবারই বলছি, ক্ষমতা তোর হাতে আমি কিছু বলতে চাই না, আমি ছাডাছাডি চাই না। উপরের ১,২,৩,৪ এই এক ঘন্টার মধ্যে বিভিন্ন সময়ে বলা কথা। কিন্তু আমি জানি এখানে প্রত্যেক টা কথা শুধুই আমাকে ভয় দেখানোর জন্য, সে আমাকে কোনভাবেই ছাডতে চায় না, সে জানে তালাকের ব্যাপার টা বললে আমি ভয় পাবো তাই প্রত্যেকটা কথা ভয় দেখানোর জন্য বলেছে। পুরো আলোচনা সে সেচ্চায় ছাডাছাডির ব্যাপার এ করেছে, আর আমাকে এসব কথা বলেছে। আমি পুরো আলোচনায় একবারও কোন খারাপ কিছু চাই নি মানে ছাডাছাডির ব্যাপার এ কিছু চাই নি।
সে যখন এই সব কথাগুলো বলে ফেলেছিল কল রাখার লাস্টে আমি বলেছিলাম, " তুই এতক্ষন যেসব কথা বলছস কথাগুলো সন্দেহজনক, আমি ঠিক জানিনা এতে কোন সমস্যা আছে নাকি। তবে আমি কাল থেকে তোর সাথে যোগাযোগ করব না, তোর সাথে কখনো কথাও বলব না।" তবে কোন কিছুই খারাপ উদ্দেশ্য নিয়ে বলিনি, ওর কথাগুলো সন্দেহ জনক হওয়ায় বলেছি।
আমাকে প্লিজ উপরের কথাগুলো বলাতে কোন সমস্যা হতে পারে নাকি বলুন প্লিজ। সবগুলো কথা ছিল শুধু ভয় দেখানোর উদ্দেশ্যে।