আসসালামু আলাইকুম।
আমার স্বামী একটা প্রতিষ্ঠানে চাকরি করে।
সেখানের মালিক পক্ষ নিচের লেভেল এর কর্মচারীদের বেতন নিয়ে অনেক ঝামেলা করে।
একজনের প্রায় ৬০ হাজার টাকা বেতন আটকিয়ে রেখেছে অনেক দিন ধরে।
মেরে দেওয়ার ধান্দায় আছে হয়ত।
আমার স্বামী যেহেতু ফাইনানসিয়াল কিছু বিষয় ও দেখা-শোনা করে।
সে কি মালিক পক্ষ কে না জানিয়ে অন্য কোন খাত দেখিয়ে তাদের থেকেই এই টাকা টা ম্যানেজ করে, যে আসল হকদার তাকে দিয়ে দিতে পারবে?
এটা কি জায়েজ হবে?