আমি অনলাইনে গাছের ব্যাবসা করি। আমি সবার কাছ থেকে কুরিয়ার চার্জ ৬০৳ রাখি কিন্তু চার্জ হলো ৫০৳। ১০ টাকা বেশি রাখি কারণ এর মাঝে যাতায়াতের ভাড়া আছে, প্যাকিং করতে অনেক সময় লাগে, খামের খরচ, বিকাশ ক্যাশআউটের খরচ।এই খরচ গুলোর কথা যদি কাস্টমারদের বলি তাহলে তারা এই দশ টাকার জন্য ঝামেলা করবে। কথা বারাবে আর আমি যতসম্ভব মানুষের সাথে কম কথা বলে অর্ডার নেয়ার চেষ্টা করি। এখন আমার প্রশ্ন হচ্ছে ৬০৳ কুরিয়ারের খরচ বলে নেয়া যাবে কিনা?