আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
167 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (24 points)
আসসালামু আলাইকুম! কেমন আছেন ?

আমার কিছু প্রশ্ন আছে।

১.বিদেশে অনেকেই বিড়াল বা কুকুর ঘরে পালন করে। তাদের কাছে যদি আমি বিড়াল এর খেলনা, যেমন: খাবার বা খেলনা মাছ, ইদুর বা অন্যান্য খেলনা বিক্রি করি টা কি জায়েজ হবে?

২. আমার ইনকাম কি হারাম হবে?

৩. আমি যদি সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট ইত্যাদি সোশ্যাল মিডিয়া থেকে ছবি ভিডিও ডাউনলোড করে আমার ফেসবুক পেইজে পোস্ট করি এতে কি কোনো সমস্যা আছে?

৪. যে পোস্ট করেছে ওই ছবি বা ভিডিও তার অনুমতি নিতে হবে নাকি অনুমতি না নিলেও হবে?

(বি:দ্রঃ) যেই পেইজে আমি পণ্য বিক্রি করি ওই পেইজে আমি অন্যের ছবি ভিডিও পোস্ট করি পোস্ট দাতার অনুমতি না নিয়ে।

৫. আমার ওয়েবসাইটে আমি পণ্য বিক্রি করবো, আমার ওয়েবসাইটে পণ্য কেনার সময় কাস্টমার চাইলে আমাকে অতিরিক্ত টিপস দিতে পারবে যদি সে চায়। আমার কাস্টমার বেশির ভাগ এই অমুসলিম, তাদের টিপস প্রহণ করা কি আমার জায়েজ হবে?

1 Answer

0 votes
by (583,020 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


(০১)
বিড়ালের খাবার বিক্রয় জায়েজ।
বিড়ালের খেলনা যাহা প্রানীর কার্টুৃন সাদৃশ,এটি বিক্রয় মাকরুহ।

তবে এটা যেহেতু খেলনার জন্য,তাই বিক্রয় মুল্য হারাম হবেনা।
হালাল থাকবে।

আরো জানুনঃ- 

(০২)
আপনার ইনকাম হালাল।

(৩.৪)
নং ফাতাওয়ায় রয়েছে যে,ফেকহী মাকালাত (আল্লামা তাকী উসমানী দাঃবাঃ)-১/২৩৬ এ বর্ণিত রয়েছে।তথা সত্ত্বর ক্রয়-বিক্রয় এবং অন্যান্য সম্পত্তির মত সত্ত্ব সংরক্ষিত কি না? সে সম্পর্কে বিশদভাবে আলোচনা রয়েছে।আমি নিম্নে সারসংক্ষেপ মূলক কিছু আলোচনা তুলে ধরছি।প্রয়জনে উক্ত কিতাবকে অধ্যয়ন করা যেতে পারে।
আবিস্কার এবং প্রকাশনা সত্ত্বের ক্রয়-বিক্রয়
আবিস্কার সত্ত্ব এমন একটি সত্ত্বকে বলা হয়, যা প্রচলিত নিয়মানুসারে কিংবা আইনগত দিক দিয়ে ওই ব্যক্তির অনুকূলে থাকে,যে ব্যক্তি নতুন কোনো জিনিষ আবিস্কার করেছে বা কোনো জিনিষের নতুন আকৃতি বা রূপ দান করেছে।আর আবিস্কার সত্ত্বের অর্থ হল,এককভাবে ওই ব্যক্তির জন্যই নিজের আবিস্কৃত জিনিষ বানানোর এবং বাজারজাত করার অধিকার থাকবে।আবার কোনো কোনো সময় আবিস্কারক তার আবিস্কার সত্ত্ব অন্য কারো কাছে বিক্রয় করে দিয়ে থাকে।আর সত্ত্ব ক্রয়কারী তখন আবিস্কারকের মত বাণিজ্যিক ভিত্তিতে ওই জিনিষ প্রস্তুত করে থাকে।এমনিভাবে কোনো ব্যক্তি যদি কোনো কিতাব, বই লিখে কিংবা সংকলন করে, তাহলে ওই কিতাব-বই, প্রকাশ-প্রচার ব্যবসায়িক ভিত্তিতে বাজারজাত করার অধিকার লেখক বা সংকলকের জন্য সংরক্ষিত থাকে।

হাদীস শরীফে এসেছেঃ
 
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
এভাবে অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট ইত্যাদি সোশ্যাল মিডিয়া থেকে ছবি ভিডিও ডাউনলোড করে আপনার ফেসবুক পেইজে পোস্ট করা জায়েজ হবেনা 
অনুমতি নিতে হবে।
অথবা কার থেকে সংগ্রহ করেছেন,সেটি উল্লেখ করতে হবে।

হ্যাঁ, যদি কারো পক্ষ থেকে আগে থেকেই অনুমতি থাকে,সেক্ষেত্রে আপনি তার পোস্ট, বৈধ ছবি,ভিডিও পোস্ট করতে পারবেন।

(০৫)
হ্যাঁ, তারা আপনাকে অতিরিক্ত টিপস দিতে পারবে।
তারা অমুসলিম হলেও তাদের টিপস গ্রহন জায়েজ।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...