আসসালামু আলাইকুম! কেমন আছেন ?
আমার কিছু প্রশ্ন আছে।
১.বিদেশে অনেকেই বিড়াল পালন করে। তাদের কাছে যদি আমি বিড়াল এর খেলনা, যেমন: খেলনা মাছ, ইদুর বা অন্যান্য খেলনা বিক্রি করি টা কি জায়েজ হবে?
২. আমার ইনকাম কি হারাম হবে?
৩. আমি যদি সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট ইত্যাদি সোশ্যাল মিডিয়া থেকে ছবি ভিডিও ডাউনলোড করে আমার ফেসবুক পেইজে পোস্ট করি এতে কি কোনো সমস্যা আছে?
৪. যে পোস্ট করেছে ওই ছবি বা ভিডিও তার অনুমতি নিতে হবে নাকি অনুমতি না নিলেও হবে?
(বি:দ্রঃ) যেই পেইজে আমি পণ্য বিক্রি করি ওই পেইজে আমি অন্যের ছবি ভিডিও পোস্ট করি পোস্ট দাতার অনুমতি না নিয়ে।
৫. আমার ওয়েবসাইটে আমি পণ্য বিক্রি করবো, আমার ওয়েবসাইটে পণ্য কেনার সময় কাস্টমার চাইলে আমাকে অতিরিক্ত টিপস দিতে পারবে যদি সে চায়। আমার কাস্টমার বেশির ভাগ এই অমুসলিম, তাদের টিপস প্রহণ করা কি আমার জায়েজ হবে?