আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ মুফতী সাহেব।
আমি পড়াশোনা করি অনার্স ২য় বর্ষে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ১ম বর্ষে বিয়ে করেছি আলহামদুলিল্লাহ। আমি আহলিয়া সহ বরিশাল থাকি। আমাদের যাবতীয় খরচাদি আব্বু দেন।
আব্বুর ইনকাম সোর্স কয়েকটি।
১.দোকান ভাড়া (১০,০০০ টাকা)
২.কাউন্সিলর হিসেবে ভাতা (১০,০০০ টাকা)
৩.গাড়ি ভাড়া (৩৫,০০০ টাকা)
৪.একটি লাইফ ইন্সুরেন্স কোম্পানিতে জব করেন।
আব্বু পদঃ DMD (Deputy Managing Director) with PD (Project Director)
(বেতন ৫০,০০০ + কমিশন হয়ত ১৫,০০০ এর আশে পাশে বা কমবেশি হয়+ কারের তেল ভাড়া হয় ১২/১৫ হাজার পান+ আরো কিছু হয়ত মোবাইল বিল পান)
আমাদের পরিবারের যাবতীয় খরচ আব্বুই দেন।
আমার প্রশ্ন,
১.আব্বুর ইন্সুরেন্স কোম্পানির চাকরিটা কি জায়েজ বা এর বিধান কি?
২.ওই কোম্পানি থেকে যা বেতন পান সেটার হুকুম কি?
৩.যদি হারাম হয় চাকরির টাকাটা আমার এখন কী করনীয়? যেহেতু আমি এখন পড়াশোনার পাশাপাশি ফুল টাইম ইনকাম করাটাও সম্ভব না। ইন শা আল্লাহ ২/২.৫ বছর পর থেকে আমি জব এর জন্য এপ্লাই করতে পারব! অনার্স শেষে।
আমার কী করনীয় হজরত? আমি বিষয়টি নিয়ে পেরেশানি তে আছি!