জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
দাড়ি কাটা-ছাটা জায়েয নয়। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, তোমরা গোঁফ ছোট কর, দাড়িকে ছেড়ে দাও এবং মুশরিকদের বিরোধিতা কর’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৪৪২১)।
ঠোটের নিচের অংশে যে দাড়ি গজিয়ে থাকে তা ছেটে ফেলা জায়েজ হবে না। এটি রাখাও জরুরী। {ফাইজুল বারী-৪/৩৮০}
فإنَّ قطعَ الأشعار التي على وسط الشَّفة السُّفلى، أي العَنْفقة، بدعة، ويقال لها: “ريش بجه” (فيض البارى على صحيح البخارى، كتاب اللباس، باب قَصِّ الشَّارِبِ-4/380
সারমর্ম হলো ঠোঁটের নিচের দাড়ি কাটা বিদয়াত। তথা নাজায়েজ।
আরো জানুনঃ-
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
নিচের ঠোটের দাড়ির অল্প যেটুকু থাকে, সেটা কাঁটা যাবেনা।
(০২)
এই পেঙ্গুইনের কারণে এইসব অপারেটিং সিস্টেম ব্যবহার করা হারাম হবেনা।
(০৩)
অশ্লীল ও যৌন সুড়সুড়ি দেয় এমন কিছু হতে পারবে না। কারণ, এগুলো পড়লে এর মাধ্যমে আপনি নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হবেন। অনেক গল্প আছে, যেগুলোতে মানুষের নৈতিক অবক্ষয়ের জন্য অনৈতিক কথাবার্তা উল্লেখ করা হয়ে থাকে।
★প্রশ্নে উল্লেখিত বইয়ে অশ্লীল ও যৌন সুড়সুড়ি দেয় এমন কিছু থাকলে সেটি পড়া জায়েজ হবেনা।
আরো জানুনঃ-
(০৪)
প্রশ্নে উল্লেখিত স্থান পড়া জায়েজ হবেনা।
(০৫)
নাপাকি কোন স্থানে লেগেছে,সেটি আপনি যদি জানেন,তাহলে শুধু ঐ জায়গা টুকু পরিষ্কার করবেন।
এক্ষেত্রে তিনবার ধৌত করতে হবে।
প্রত্যেকবার নিংড়িয়ে নিতে হবে।
প্যান্টের কোম স্থানে৷ নাপাকি লেগেছে,সেটি জানা না থাকলে পুরো প্যান্ট পাক করতে হবে।
(০৬)
উক্ত স্থানে পানি দিয়ে ভালোভাবে ডলে ধোয়া লাগবে।