আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
514 views
in পবিত্রতা (Purity) by (0 points)
ওযু করার পর শরীরের কাটা স্থানে ওষুধ(ক্রিম/তরল) লাগিয়ে নামায পড়লে কি নামাজ হবে?ওযু কি ভেঙে যাবে?

1 Answer

0 votes
by (641,250 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ওজু ভঙ্গের মৌলিক কারণ ১২টি।
  1. (১)মলদ্বার ও মুত্রদ্বার থেকে যা কিছু বের হয়,তবে বিশুদ্বতম অভিমত অনুযায়ী, মুত্রদ্বার থেকে নির্গত বায়ুর কারণে ওজু ভঙ্গ হবে না।
  2. (২)রক্তক্ষরণ ব্যতিরেকে সন্তানের জন্ম।
  3. (৩)মুত্রদ্বার ও মলদ্বার ব্যতীত অন্য কোন স্থান থেকে প্রবাহিত নাপাক বস্তু,যেমনঃরক্ত,পুজ।
  4. (৪)খাবার,পানি,জমাট রক্ত,অথবা পিত্তপানি,মুখভরে বমি করা।
  5. (৫)থুথুমিশ্রিত রক্ত,যা পরিমাণে থুথুর চেয়ে বেশী হয় অথবা থুথুর সমপরিমাণ হয়।
  6. (৬)এমন নিদ্রা যার ফলে নিতম্ব ভূমিতে স্থির থাকে না। 
  7. (৭)ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার পূর্বে তার নিতম্ব উপরে উঠে যাওয়া,এতে যদি সে পড়ে নাও যায়,তথাপি ও তার ওজু ভেঙ্গে যাবে।
  8. (৮)বেহুঁশ হয়ে যাওয়া।
  9. (৯)উন্মাদ হয়ে যাওয়া।
  10. (১০)নেশাগ্রস্ত হওয়া।
  11. (১১)রুকু সিজদা বিশিষ্ট নামাযে প্রাপ্তবয়স্ক জাগ্রত ব্যক্তির অট্টহাসি।
  12. (১২)কোন আবরণ ব্যতিরেকে দণ্ডায়মান পুরুষাঙ্গ দ্বারা যোনি স্পর্শ করা।
সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ওযু করার পর শরীরের কাটা স্থানে ওষুধ(ক্রিম/তরল) লাগিয়ে নামায পড়লে নামাজ হবে।কেননা এদ্বারা ওযু ভাঙ্গবে না।

مأخَذُ الفَتوی
فصل [في نواقض الوضوء] 
ينقض الوضوء اثنا عشرة شيئا: 
١ - ما خرج من السبيلين إلا ريح القبل في الأصح. 
٢ - ونجاسة سائلة من غيرهما: كدم وقيح. 
٣ - وينقضه ولادة من غير رؤية دم
٤ - وقيء طعام أو ماء أو علق أو مرة إذا ملأ الفم وهو ما لا ينطبق عليه الفم إلا بتكلف على الأصح ويجمع متفرق القيء إذا اتحد سببه. 
٥ - ودم غلب على البزاق أو ساواه. 
٦ - ونوم لم تتمكن فيه المقعدة من الأرض. 
٧ - وارتفاع مقعدة نائم قبل انتباهه وإن لم يسقط في الظاهر. 
٨ - وإغماء. 
٩ - وجنون. 
١٠ - وسكر. 
١١ - وقهقهة بالغ يقظان في صلاة ذات ركوع وسجود ولو تعمد الخروج بها من الصلاة. 
١٢- ومس فرج بذكر منتصب بلا حائل (نور الإيضاح:٢٦)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...