আসসালামু আলাইকুম, আমি জানতে চাইছিলাম, আমরা কেও মারা গেলে বলতে শুনা যায়, উনি রোড এক্সিডেন্টে মারা গেছেন, কিংবা হার্ট অ্যাটাক করে মারা গেছেন, এভাবে বলা হয়।
আবার অসুস্থ হলে যেমন বলা হয়, এই ওষুধ খেয়ে রোগ কমেছে, অথবা অমুক ডাক্তারএর পরামর্শে এখন সুস্থ হয়েছি...
বা হুজুর এর পরা পানি খেয়ে শরীর ভালো লাগছে।
অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যা হলে বলি, তেলে ভাজা খাবার খাওয়ার কারনে গ্যাস্ট্রিক বেড়েছে, বা ফ্যান বা এসির বাতাস লেগে সর্দি কাশি হয়েছে....
এভাবে দৈনন্দিন চলাফেরায় অনেক কিছুই বলা হয়।
এইভাবে বললে অথবা মনে আসলে কি শিরক হবে??? অনেক সময় মুখে প্রকাশ না করলেও মনে মনে আসে। দয়া করে জানাবেন।