স্বামী একদিন কাজ থেকে ফিরে স্ত্রীকে বলল "আর পারছি না। অনেক ক্লান্ত"।
তখন স্ত্রী বলল তো "বাদ দাও না কেন? তুমিতো বলেছ কবেই বাদ দিবা"।
এইখানে বাদ দেওয়ার কথা বলতে স্ত্রী বুঝিয়েছে স্বামীকে কাজ বাদ দেওয়ার কথা।
উক্ত আলোচনায় স্ত্রীর এইভাবে কথা বলাতে কি সেটা তালাকের মজলিশ হবে বা স্ত্রী তালাক চাচ্ছে এমন বুঝাবে?