আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
143 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (60 points)
edited by

(মুফতি সাহেব, বড় চিন্তায় পরেছি কিছু পশ্ন নিয়ে,  একটু কষ্ট করে জবাব দিলে উপকার হবে। অধিক প্রশ্নে বিরক্ত করায় ক্ষমা চাইছি, তবে অনেক অপারগ হয়ে পরেছি, সাহায্য করার কেও পাই না,বিভিন্ন প্রশ্ন মাথায় আসে)

১. আমি নাপাক কাপড় কিছু জমিয়ে একসাথে নিয়ে একটি বালতিতে বা কিছু তে তিন বার পানি বদল করে ধোই , এর জন্য একবার কাপড় ধোয়ার পর এবং দ্বিতীয় বারের আগে সেই বালতি ও কি তিন বার ধোয়া প্রয়োজন?

২.  ১ম ,২য় এবং ৩য় বার  কাপড় নিংড়ানোর পর যে পানি পরে তা কি নাপাক? নিংড়ানো পরে কাপড়  মেলে দেওয়ার পর যে পানি পরে টুপটুপ করে তা ও কি নাপাক?

৩.আমরা তো অনেক মাসআলার ক্ষেত্রে ভুল টা কোথাও থেকে হয়তো জেনে এসেছি , বা মনের কথা মতো ভুল টা কে সত্য ভেবে আমল করেছি, এই ক্ষেত্রে সঠিক টা জানার পর তা মেনে নিলেই কি ইমান রক্ষার জন্য যথেষ্ট হবে ?সব সময় হয়তো তওবা করতে পারি না পরে মনে হলে কখনো করি

৪.””না জেনে, আল্লাহ পাপ পুণ্যের মালিক ধারণা করলে ঈমান চলে যাবে”” এই প্রশ্ন দেখে আমি ভাবতেছিলাম যে “ উনি  এই প্রশ্ন কেনো করলেন , পাপ পূন্যর মালিক আল্লাহ ছাড়া আর কে  ?“” আসলে প্রশ্ন টা পড়ে তেমন ভাবি নাই  েএর গভীরতা । আর আমি এইটা জানি এবং মানি যে পাপ এর ক্ষেত্রে আল্লাহ তা’য়লার দিকে নিসবত করা যায় নাই। আমার কি ইমানে সমস্যা হবে ? চিন্তায় আছি 

৫. কোনো হিন্দু নারী কে মাসি বা পিসি ডাকলে বা নিজের খালা কে মাসি ডাকলে কি ইমানে সমস্যা হবে , না কি তা জায়েজে আছে 

৬. কিছু মানুষ একসাথে হাসি তামাশা , মজা করা , চিল্লাপাল্লা করতে দেখলে বা এই সকল উদ্দেশ্য নিয়ে কেও যদি বলে ”কীর্তন দিতাছো নি” বা ”চলো একটা কীর্তন দিয়া আই “ তবে কি তা কুফরি হবে কি না ?(সাধারনত এই শব্দ ধারা হিন্দুরা যাদের উপাসনা করে তাদের গুণগান বুঝায় তবে   কীর্তন (সংস্কৃতकीर्तनসংস্কৃত শব্দযার অর্থ ধারণা বা গল্পের বর্ণনা করাআবৃত্তি করাবলাবর্ণনা করাবিশেষ করে ভারতীয় ধর্মে। উইকিপিডিয়া 

৭. আমি আগে যখন কুফরী সম্পকে জানতাম না তখন এইগুলো বলতাম , এখনো জানি না এই কথা কুফরী কি না তবে আগের অভ্যাসের জন্য কখনো ভুলে বা বেখেয়ালি বলে ফেললে তওবা করি আমার কি ইমানে সমস্যা হবে ?

৮. আমার বয়স যখন ৯/১০ তখন এক স্যার আমাকে এরুপ একটা কথা বলেছিলেন যে, "শয়তান এর সকল কাজ সঠিক" (নাউজুবিল্লাহ)  আমি এটা তখন ছোট থাকায় মেনে নিয়েছিলাম তার কিছু মাস /বছর পর বাবাকে এই কথা বললে তিনি ভূল ধরিয়ে বলেন "শয়তানের সকল কাজ ভুল তবে দাবি করে সে ঠিক"। তখন ভেবে  বুঝতে পেরেছিলাম ওই স্যারের কথা ভুল ছিলো। এই ঘটনা যতোদূর মনে হচ্ছে ১২/১৩ বছর বয়সের বা তার ও ছোট কালের, একজেক্ট মনে পরছে না। আমার আবার কয়েক বছরের অভ্যাস প্রতিদিন ঘুমানের সময় সকল কলিমা পরে দোয়া করে ঘুমাই, কিন্তু এখন স্পেসিফিক ভাবে ওই দিন পরেছি এমন তো মনে পরে না, কিন্তু আমার এই অভ্যাস আছে এখনো অনেক আগে থেকেই চলছে।  আমি প্রায় বছর দুই আগে বিয়ে করি, এই ঘটনায় কি কুনো ইমানে বা বিয়েতে সমস্যা হবে?

1 Answer

0 votes
by (583,410 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
কয়েকটি নাপাক কাপড়কে একসাথে জমিয়ে নিয়ে একটি বালতিতে বা কিছুতে তিন বার পানি বদল করে ধৌত করা হয়ে থাকে।এর জন্য একবার কাপড় ধোয়ার পর এবং দ্বিতীয় বারের আগে সেই বালতিকে তিন বার ধৌত করার কোনো প্রয়োজনিয়তা নাই।

(২)
১ম ,এবং ২য় বার নাপাক কাপড়কে ধৌত করার দ্বারা কাপড় পাক হয়না। সুতরাং তখন কাপড় থেকে নিংড়ানোর দ্বারা যে পানি টপকিয়ে পড়ে থাকে, সেই পানি নাপাক হিসেবে ধর্তব্য হবে।
তবে ৩য় বার কাপড় নিংড়ানোর পর যে পানি বের হয়,সেই পানি পাক। কেননা তৃতীয়বার কাপড় ধৌত করার দ্বারা পবিত্র হয়ে যাবে।

(৩)
যখন সঠিকটা জানবেন, তখন থেকেই সঠিকটার উপর আ'মল করে নিলে,এই আ'মল করে নেয়াটাই তাওবাহর স্থলাভিষিক্ত হয়ে যাবে

(৪)
না, আপনার ঈমানে কোনো সমস্যা হবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1379

(৫)
কোনো হিন্দু নারীকে মাসি বা পিসি ডাকা জায়েয হবে না।যেহেতু এটা হিন্দুদের সাথে নির্দিষ্ট  তবে কথাও এটার ব্যাপক প্রচলন চলে আসলে, অর্থাৎ মুসলিম অমুসলিম সকল সমাজে এর প্রচলন শুরু হয়ে গেলে, তখন অনুমোদন থাকবে। তবে কেউ ব্যবহার করে নিলে তা কুফরি হবে না।

(৬)
কির্তন শব্দকে ব্যবহার করা কোনো মুসলমানের জন্য জায়েয হবে না।কেননা এর শাব্দিক অর্থ যাই হোকনা কেন, পারিভাষিক অর্থই মূল বিবেচ্য। আর পারিভাষিক দিক দিয়ে এই শব্দ হিন্দুদের সাথেই নির্দিষ্ট।  তবে কেউ ব্যবহার করে নিলে তা কুফরি হবে না।

(৭)
না, ঈমানে কোনো সমস্যা হবে না।

(৮)
প্রশ্নের বর্ণিত বিবরণ অনুযায়ী আপনার ঈমানেও কোনো সমস্যা হয়নি এবং বিবাহে ও কোনো সমস্যা হয়নি।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (583,410 points)
উত্তর দেয়া হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...