ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবিস্কার এবং প্রকাশনা সত্ত্বের ক্রয়-বিক্রয়
আবিস্কার সত্ত্ব এমন একটি সত্ত্বকে বলা হয়, যা প্রচলিত নিয়মানুসারে কিংবা আইনগত দিক দিয়ে ওই ব্যক্তির অনুকূলে থাকে,যে ব্যক্তি নতুন কোনো জিনিষ আবিস্কার করেছে বা কোনো জিনিষের নতুন আকৃতি বা রূপ দান করেছে।আর আবিস্কার সত্ত্বের অর্থ হল,এককভাবে ওই ব্যক্তির জন্যই নিজের আবিস্কৃত জিনিষ বানানোর এবং বাজারজাত করার অধিকার থাকবে।আবার কোনো কোনো সময় আবিস্কারক তার আবিস্কার সত্ত্ব অন্য কারো কাছে বিক্রয় করে দিয়ে থাকে।আর সত্ত্ব ক্রয়কারী তখন আবিস্কারকের মত বাণিজ্যিক ভিত্তিতে ওই জিনিষ প্রস্তুত করে থাকে।এমনিভাবে কোনো ব্যক্তি যদি কোনো কিতাব, বই লিখে কিংবা সংকলন করে, তাহলে ওই কিতাব-বই, প্রকাশ-প্রচার ব্যবসায়িক ভিত্তিতে বাজারজাত করার অধিকার লেখক বা সংখকলকের জন্য সংরক্ষিত থাকে।আবার কোনো কোনো সময় কিতাবের লেখক ওই সত্ত্ব অন্যের কাছে বিক্রয় করে দিয়ে থাকে।আর ওই সময় ক্রেতা এই কিতাবের প্রকাশ-প্রচার এবং ব্যবসা-বাণিজ্য করার সত্ত্বাধিকারী হয়ে যায়।যে অধিকার পূর্বে লেখকের ছিল,সেই অধিকার চলে আসে ক্রেতার নিয়ন্ত্রণে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1197
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) Copyright করা বই এর PDF পড়লে লেখকদের হক নষ্ট হয়। কিন্তু যদি বিদেশি writer দের original book না পাওয়া যায়, তাহলে তাদের original book ফটোকপি করে যে book বানানো হয়, সেটা পড়ার রুখসত থাকবে।
(২) যারা বিদেশি writer দের book ফটোকপি করে বিক্রি করে, তাদের business হালাল হবেনা। তবে কোনো বইয়ের অরজিনাল কটি বাজারে পাওয়া না গেলে, লিখক প্রকাশকের সাথে যোগাযোগ করার পরও মূল কপি পাওয়া না গেলে, তখন কটোকপি করা জায়েয হবে।
(৩) মূলকপি বাজারে পাওয়া না গেলে, প্রকাশকের সাথে যোগাযোগ করা সম্ভব না হলে, তখন
copyrighted slide পড়া যাবে।
(৪) আপনি ঐ প্রকাশক কম্পানিকে পরবর্তীতে টাকা পরিশোধ করে দিবেন, সেই নিয়তে বর্তমানে উক্ত বই পড়ে নিতে পারবেন।
(৫) কারো সাথে ঝগড়া করে সম্পর্ক ত্যাগ করার নামই আত্মীয়তার সম্পর্ককে চিহ্ন করা।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1577
(৬) নামাজে রুকু করেছেন কি না? মনে থাকে না, "'হামদান কাশিরণ তৈইবান মোবারকান ফিহী "এইটা যে পড়েছি তা মনে থাকে। এখন এইটা ধরে নিবেন যে, এই দোয়া পরেছেনন,এবং রুকুও করেছেন।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1797
(৭) নামাজে প্রতি রাকাতে ২ টা সিজদাহ দেয়ার পরও যদি মনে হয় একটা সিজদাহ দেওয়া হয় নাই, তাহলে ধরে নিবেন যে, আপনি দু'টি সিজদাই দিয়েছেন।
(৮) নামাজের শেষ বৈঠকে যদি দরূদ শরীফ পড়ার সময় যখন মনে হয়, তাশাহুদ পড়েন নাই, তাহলে তখন ধরে নিবেন যে, তাশাহুদ পড়েছেন।