আসসালামুআলাইকুম ওরাহমাতুল্লাহ।
১।
বর্তমান প্রশ্নঃ
কোন স্ত্রী যদি মেসেজে তালাক খুজে এরপর স্বামী ধরেন বলল দিব অথবা ধরেন কিছু বলে নি।এর পর পর স্ত্রী যদি বলে মেসেজে আর কি মা বাবার পছন্দমত করতাম অনেক ভাল হত বিয়ে অথবা যদি বলে অশিক্ষিত এর সাথে থাকতে পারব না ইত্যাদি। এর পরপর স্বামী নিয়ত ছাড়া বলে যাও মা বাবার পছন্দমত কর গা বিয়ে অথবা যদি বলে থাকিও না অশিক্ষিত এর সাথে তাহলে কি তালাক হবে? এখানে তালাক চাওয়ার উত্তরে কেনায়া শব্দ বলে নি।শুনেছি তালাক চাওয়ার উত্তরে কেনায়া শব্দ বললে হয় যে তালাক। মেসেজে বা ফোনে তালাক চাওয়ার উত্তরে না বলে অন্য কথার উত্তরে কেনায়া শব্দ নিয়ত ছাড়া বললে তালাক হয় না।যেমন এই প্রশ্নে ধরেন তালাক চাওয়ার উত্তরে বলে নি মা বাবার পছন্দের কথার বলার পর স্ত্রী , তখন স্বামী নিয়ত ছাড়া বলেছে।তাহলে কি তালাক হবে? এরকম প্রশ্ন তবে হুবুহু এমন না আগেও করেছি কিন্তু তালাক হবে না বলেছিলেন।পূর্বের প্রশ্নটা নিচে এড করে দিছি।
২।স্বামীকে আলাদা আলাদা প্রশ্ন না করে এক্কেবারে করেছে স্ত্রী কোনদিন তালাকের নিয়তে কিছু বলেছিল কিনা।স্বামী বলে না।আর জিগ্যেস করতে হবে? স্বামী রেগে যেতে পারে।আর ভুলভাল বলতে পারে।কারন স্বামী বারন করেছিল। আর প্রশ্ন না করলে কি গুণাহ হবে?
পূর্বের প্রশ্নঃ
কোন স্ত্রী যদি মেসেজে তালাক খুজে এরপর স্বামী ধরেন বলল দিব বা ধরেন কিছু বলে নি।এরপর স্ত্রী যদি বলে মেসেজে আর কি মা বাবার পছন্দমত করতাম অনেক ভাল হত বিয়ে বা যদি বলে অশিক্ষিত এর সাথে থাকতে পারব না ইত্যাদি। এরপর স্বামী নিয়ত ছাড়া বলে যাও মা বাবার পছন্দমত কর গা বিয়ে বা যদি বলে থাকিও না অশিক্ষিত এর সাথে তাহলে কি তালাক হবে? এখানে তালাক চাওয়ার উত্তরে কেনায়া শব্দ বলে নি।শুনেছি তালাক চাওয়ার উত্তরে কেনায়া শব্দ বললে হয় যে তালাক।এর একটু পর ও বললে নিয়ত ছাড়া বললেও হয় না মানে তালাক চাওয়ার উত্তরে না বলে এর পর নিয়ত ছাড়া বললেও হয় না।
উত্তরঃপ্রশ্নে স্বামীর নিয়ত না থাকায় তালাক হবে না।