আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
302 views
in পবিত্রতা (Purity) by (28 points)
১/ টেবিল/বিছানা বা মেঝেতে টিক্টিকির মল শুকিয়ে গেলে শুকনা কাপড় দিয়ে মুছে বা ঝাড়ু দিয়ে ফেলে সেখানে যদি ভেজা হাত পা লাগে নাপাক হবে?
সব জায়গায় অতিরিক্ত থাকে টিক্টিকির মল। মুছে বা ফেলে দিলেও কিছুক্ষণ পর আবার দেখা যায়।


২/ এখানে( https://ifatwa.info/56408/)  ইয়াকীন বা দৃঢ় বিশ্বাস হলে নামায দোহরাতে বলা হয়েছে।

কিন্তু আমি আপনাদেরকে হয়তো বুঝাতে পারতেছি না সমস্যা।

আমি শান্ত হতে পারছি না কিছুতেই তাই আবার আমি চ্যাক করেছি প্যাড এর পরিবর্তে একটুকরো কাপড় দিয়ে।
আমি নামাযের শেষে গিয়ে দেখতেছি যে আমার ওযু থাকতেছে না। এখন এটা কোন নামাযে ফরয সুন্নাহ না কি নফল তা বুঝার উপায় নেই।

গতকাল ২টা থেকে রাত ৯:৩০ পর্যন্ত যা চ্যাক করেছি-

যোহরের সুন্নাহ নামাযের পর চ্যাক করে দেখলাম কাপড়ে স্রাব(তরল) লাগানো

পরে কাপড়ের সাইড পরিবর্তন করে দিলাম ফরয নামাযে সুন্নাহ নামাযের তুলনায় কম

আবারো কাপড় পরিবর্তন করে দিলাম তারপরের চার রাকাতে দেখলাম কিছু লাগে নি তার পরে ভাত খেয়ে এসে দেখি স্রাব শুকিয়ে আছে কখন লেগেছে টের পাই নি।

এরপরে অন্য কাপড় নিলাম অনেক্ষণ পর দেখলাম কিছু লাগেনাই তখন কাপড় দিয়ে স্পর্শ করালাম, কাপড়ের মধ্যে স্রাব চলে এসেছে, একক কয়েন থেকে কম হবে।

তারপরে আছরের নামাযের আগে আবারও স্পর্শ করালাম যে দেখছি স্রাব এসেছে।
আছরের সুন্নাহ নামাযের পর স্রাব(তরল) লেগেছে
ফরয নামাযে কিছু লাগেনি দেখে স্পর্শ করালাম পরর স্রাব লেগেছে।
মাগরিব ও এশার শুরু থেকে শেষ পর্যন্ত এমনিকরে স্পর্শ করাতেই স্রাব লেগেছে।

এখন সকালে ফজরের সুন্নাহ নামাযের পর স্রাব(তরল) এসেছে
ফরয নামাযের পর ও লেগেছি মে বি। মনে হলো লাগছে কিন্তু চ্যাক করি নাই।

এই অবস্থায় আমি পবিত্র থাকার উপায় কি?
সারাক্ষণ মনে হচ্ছে নাপাকির মধ্যে আছি।

কোনওসময় ফিল হয়ে কিছুই লাগে নি,  আবার কোন সময় লাগে নাপাকির মধ্যে হাবুডুবু খাচ্ছি।

কোন সময় দেখা যায় কন্টিনিউয়াসলি লাগছে আবার কোন সময় ছেড়ে ছেড়ে।

এই অবস্থায় নামায/কুর'আন কীভাবে পড়বো?
যখন তখন চাইলেই নামাযে কীভাবে দাঁড়াতে পারবো?  কারন সুযোগ পেলেই আমার আগের(নন প্রাক্টিসিং থাকতে) করা কাযা নামায আদায় করতে হবে।

নামায বা কুর'আন পড়তে মনযোগী হতে পারছি না।  একরকমের আতংকিত অবস্থায় থাকতে হচ্ছে।
আবার কাপড় বা প্যাড বেশিক্ষণ পরে থাকলে ব্যাথা ওও জ্বালাপোড়া হচ্ছে। কোন সিদ্ধান্তে আসতে পারছি না।
এই নামাযগুলা কি আবারো কাযা পড়তে হবে?  সুন্নাহ ফরয নফল সহ?  কারন আমি সম্পূর্ণ পড়েছি।

ডাক্তার দেখিয়েছিলাম আগের থেকে এখন কমেছে অনেক। কিন্তু এই কমের মধ্যে এক কয়েন স্রাব খুবিইই কম সময় এসেছে।  সব সময় এক কয়েনের কম আসছে।

1 Answer

0 votes
by (573,870 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم


(০১)
হাদীস শরীফে এসেছেঃ- 

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِ الْوَزَغِ وَسَمَّاهُ فُوَيْسِقًا صحيح

 ‘আমির ইবনু সা‘দ (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিরগিটি (টিকটিকি) মারার হুকুম করেছেন। তিনি তার নাম দিয়েছেন অনিষ্টকারী।
মুসলিম, আহমাদ।

★সুতরাং টিকটিকি একটি হারাম প্রানী,তাই এর পেশাব বিষ্ঠাও নাপাক।

আরো জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন!
টিকটিকির বিষ্ঠা নাজাসতে গালিজা। 
প্রশ্নে উল্লেখিত ছুরতে টেবিল,বিছানা,মেঝেতে টিকটিকির মল শুকিয়ে গেলে শুকনা কাপড় এর মাধ্যমে বা ঝাড়ু দিয়ে ফেলে দিলে সেই স্থান পাক বলে বিবেচিত হবে।
সুতরাং সেখানে যদি ভেজা হাত পা লাগে,তাহলে  নাপাক হবেনা।

(০২)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন!
এই প্রশ্ন ও আপনার আগের প্রশ্নের ভিত্তিতে বুঝা যায় যে আপনার সাদা স্রাব অনবরত আসেনা।
তাই আপনি মা'যুর নন।

আপনি নিজ কাপড় চেক করে অযু করে নামাজ পড়বেন।
নামাজের পর পায়জামায় বা প্যাড বা পরিহিত অন্য যেকোনো কাপড়ে স্রাব না লাগলে আপনি নিজেকে পাক ধরবেন।
,
যতদিন এভাবে আপনার সাদা স্রাব আসার সমস্যা চলবে,আপনি কষ্ট করে প্রত্যেক নামাজের পর চেক করবেন।

এ সময়ে কাপড়ে সাদা স্রাব পেলে উক্ত নামাজ পুনরায় আদায় করবেন।
আর কাপড়ে সাদা স্রাব না পেলে নামাজ হয়ে গিয়েছে ধরে নিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 179 views
...