আসসালামু আলাইকুম, শায়েখ!
আমার একটা বিষয় নিয়ে সবসময়ই সন্দেহ থাকে,এই বিষয়ে মাথায় ধরে না!
আমাদের বিশ্বাস হলো,আল্লাহ রিজিক দাতা!তিনি আমাদের জন্য উপায় বের করে দেন!
আমরা মানুষ হিসেবে জীবিকার জন্য উপায় উপকরণ ব্যবহার করবো!
এক্ষেত্রে, কতক ক্ষেত্রে আমরা কাউকে না কাউকে অর্থ দিয়ে সাহায্যের কথা বলি,কাজের সন্ধান দিয়ে সাহায্য করতে বলি!
এভাবে উপকৃত হয়!
আবার অনেক সময় না চাইলে কোনো মানুষের দ্বারা আমরা যে কোনো রকম উপকৃত হতে পারি!
কিন্তু আল্লাহ চাইছে বিধায় তো মানুষ একজন আরেকজনের উপকার করতে পারে,তাই না!
১.তো এক্ষেত্রে রিজিক একজন থেকে অন্যজনের কাছে পৌছানোর ক্ষেত্রে মানুষরা কিসের ভূমিকা পালন করে?
২.আল্লাহ তো দয়ালু,এটা বিশ্বাস রেখে,কোনো বান্দা মানত কৃত কাজ না করে(সিয়াম) তাহলে কি গুনাহ হবে?
৩.ভয়ের ক্ষেত্রে কতক ক্ষেত্রে আমরা কাউকে না দেখেও ভয় করি!যেমন এমন কাজ করলে বাবা রাগ করবেন,কিন্তু বাবা দেখছেন না!এতে কি শিরক হবে?
৪.অনেক সময় ইমামের সাহু সিজদা ওয়াজিব হয়,কিন্তু মাসবুক ব্যাক্তি পরে এসে জামাতে শরিক হলে,শেষ বৈঠককে দেখে ইমাম সাহেব সাহু সিজদার জন্য প্রস্তুতি নিচ্ছে, মাসবুক ব্যাক্তি কি করবে?
৫.উপকার পাওয়ার পর যে উপকার করলো তার প্রতি কিভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি?
৬.যেসকল মানুষদের দ্বারা আমরা উপকৃত হয়,তারা রিজিক পৌছানোর জন্য কিসের ভূমিকা পালন করে?আমি এই রকম কারো দ্বারা উপকৃত হলে তার জন্য কি করতে পারি?