ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
"তার রাগ উঠলে এরকম কথা বলে যে - তোর সাথে আর সংসার করবো না। বা তোমার সাথে সংসার করার আর কোন ইচ্ছা নাই। আমার বাবার সাথেও ঝগড়া লেগে বলেছে যে আপনার মেয়ে আপনি রেখে দেন। অফিসিয়ালি কাজ করবেন নাকি আনঅফিসিয়াল ভাবে কাগজে-কলমে সম্পর্কটা থাকবে সেটা ঠিক করেন। তখন আমার আব্বু বলছে যে মাথা ঠান্ডা করে এ কথা বল। এভাবে বলতে হয় না। তখন সে বলেছে যে আমার মাথা ঠান্ডা আছে। আমি অফিসিয়ালি কাগজ পাঠিয়ে দেবো।"
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এই সব কথাবার্তা দ্বারা তালাক হবে না।কেননা এখানে ভবিষ্যতে তালাকের ওয়াদা করা হচ্ছে। এদ্বারা বর্তমানে তালাক হবে না।
(২)
আপনার উচিৎ, সুখে দুঃখে স্বামীর সাথেই সংসার করা।এবং তাকে হেদায়তে নিয়ে আসার চেষ্টা করা।হ্যা, বর্ণিত পরিস্থিতিতে আপনার জন্য এটারও রুখসত রয়েছে যে, আপনি তালাক দিতে পারবেন।
(৩)
জ্বী, স্বামীর অনুমোদন ব্যতিত তালাক হবে না।
(৪)
জ্বী, সংসার বাঁচানোর যাবতীয় চেষ্টাই আপনি করবেন।