আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+2 votes
222 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (23 points)
reshown by
1.একজন ছেলে বালেগ হয় কখন ? তার উপর নামাজ রোজা ফরজ হয় কখন থেকে?

2.জীবনে অনেক রোজা আদায় করি নাই. সেগুলো আমি কি কি মাধ্যমে আদায় করতে পারি..?

3.১০ টা রোজার কাফফারা কি কি মাধ্যমে আদায় করতে পারবো?

5. ১২০ টা রোজার কাজা কি কি মাধ্যমে আদায় করতে পারবো?

৬.জীবনে অনেক নামাজ আদায় করি না সেইগুলো কি কি মাধ্যমে আদায় করতে পারবো?

1 Answer

+1 vote
by (62,670 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

১. সাধারণত ১৫ বৎসর বয়স থেকে ছেলে বালিগ হয় এবং ১৩ বৎসর বয়স থেকে মেয়ে বালিগ হয়।

তবে স্থান কাল ও খাদ্যাভ্যাস হিসেবে এর আগেও শারিরিক উন্নতি হয়ে বালিগ হতে পারে।

ছেলেদের বালেগ হওয়ার আলামত, স্বপ্নদোষ হওয়া। আর মেয়েদের বালিগ হওয়ার আলামত,হায়েয শুরু হওয়া।

এ আলামত গুলো যখনই পাওয়া যাবে তখনই বালেগ হিসেবে গণ্য করা হবে। আর তখন থেকেই তার উপর নামাজ, রোজা ফরজ।

 

. বালিগ হওয়ার পর থেকে যতটা রমজান অতিবাহিত হয়েছে। এর মধ্যে যতটা রোযা আপনি রাখেননি। সেগুলোকে হিসেব করে শুধুমাত্র কাযা করে নিতে হবে কাফফারা দেওয়া লাগবে না। তবে যে সমস্ত রোযা আপনি রেখে তারপর ইচ্ছাকৃত ভেঙ্গে ফেলেছেন রোযার কাফফারা আপনাকে আদায় করতে হবে।

 

-. রোজা না রাখলে এখন রোযা রেখেই তা আদায় করতে হবে। আর রেখে ভঙ্গ করলে একটার পরিবর্তে একটা এবং সাথে ৬০ টি রোযা দ্বারা একটা কাফফারাও আদায় করতে হবে। রোযা সম্ভব না হলে, ৬০ জন মিসকিনকে দুই বেলা আহার করাতে হবে।

 

. আপনি সাবালক হওয়ার পর থেকে যতগুলো নামায রোযা কাযা করেছেন, সেই সবগুলোকে ধীরস্থিরে কাযা করে নিবেন।

আরো জানুন-    https://ifatwa.info/46158/    


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)
by (23 points)
Assalamu aleykum 
Ans kokhon diben?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 221 views
0 votes
1 answer 313 views
...