আসসালামু আ'লাইকুম,
প্রিয় হযরত,
আমি এর আগে আপনাকে Accountant পদে চাকরি বিষয়ে একটি প্রশ্ন করেছিলাম, এতে আপনার উত্তরটি ছিলো,
"★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত ছুরতে সূদ সংশ্লিষ্ট কাজ নিতান্তই কম হওয়ায় প্রশ্নের বিবরণ মতে দেশের যেকোনো বেসরকারি কোম্পানিতে হিসাবরক্ষক অফিসার বা ACCOUNTANT পদে চাকুরী করা যাবে।
বেতন হালাল হবে।
তবে কিছুটা সূদ সংশ্লিষ্ট কাজ থাকায় উক্ত চাকুরী না করাই তাকওয়ার পরিচায়ক।
কেননা, আল্লাহ তাআলা বলেন,
فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ
অতএব তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় কর। (সূরা তাগাবুন ১৬)
রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
لاَ يَبْلُغُ الْعَبْدُ أَنْ يَكُونَ مِنَ الْمُتَّقِينَ حَتَّى يَدَعَ مَا لاَ بَأْسَ بِهِ حَذَرًا لِمَا بِهِ الْبَأْسُ
কোন বান্দা ক্ষতিকর কাজে জড়িয়ে পড়ার ভয়ে বৈধ অক্ষতিকর বিষয় না ছেড়ে দেয়া পর্যন্ত মুত্তাকীদের পর্যায়ে উন্নীত হতে পারবে না। (তিরমিযি ২৪৫১)
(আল্লাহ-ই ভালো জানেন)
------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)"
তো কিছু সুদ সংশ্লিষ্ট কাজ থাকার জন্য যেহেতু ইনকাম হালাল হবে, তবে এখানে তো সুদ লেখক হিসেবে গণ্য হতে হবে! আমার প্রশ্ন হলো এরকম বাধ্য হয়ে সুদ লেখকের মৃত্যুর পর কি কোনো আযাব হবে?????